শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

দূর থেকে দেখা


দূর থেকে দেখা


বিউটি-
সৌন্দর্য্যই তোমার কাল
হায়রে বাংলাদেশ!
হায়রে পৃথিবী, পারলে না
নিরাপত্তা দিতে ওদের
দূর থেকে দেখলাম
তোমায় নয়ন ভরে, তৃপ্তিহীন
তৃপ্তি- নাইবা হলো
পাবনা জানি চিরন্তন
বিউটি, যেখানে যত দূরে
নেই ভেদ- কোন তফা
মুক্তোঝরা তোমার হাসি
যাবে হারিয়ে
সমাজের কোপানলে
হা-হুতাস!
উপায় নেই তবু
মাথা নত করে মেনে নেব
আমি নত জানু-
তবু মস্তিষ্ক হবে উড্ডীন
তেমার সন্তানে-
যে হবে চিরঞ্জীব

রামপাল, বাগেরহাট
০৭ ডিসেম্বর ১৯৮৫ খৃষ্টাব্দ

কোন মন্তব্য নেই: