শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

নীরব স্বাক্ষী


নীরব স্বাক্ষী


বটবৃক্ষ বড় হল
ইতিহাস অতি নিষ্ঠুর- করুন
বাল্য কাল
তার মলিকানা বদল
যৌবনে চলে যায়
জগদীশের হাতে চিরতরে
চিরদিনও একদিন শেষ হয়
বদলী হতে হয় গ্রামান্তরে-ভিন্ গাঁয়ে
এবারেও পুনরাবৃত্তি সেই পুরানোর-
কদম খাঁর হাত বদলে
রহিম শেখের বাড়ী
শান্তি নাই-
নাই স্বস্তি কোথাও এ ভূবনে
রহিম শেখও ধরে রাখতে পারেনি-
বেশী দিন
সুন্দরী বটবৃক্ষ সৌন্দর্যই কাল
লড়াই ভাই ভাইয়ে,
একই ঘরে বাস করে
শেষতক-
বৃক্ষ দাড়িয়ে আছে
ছোট ছেলের হাতে শাখা বিহীন
এক নীরব স্বাক্ষী হয়ে

খুলনা
১৮ আগস্ট ১৯৮৫ খৃষ্টাব্দ

কোন মন্তব্য নেই: