শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

কুহক রাতের ভাবনা

কুহক রাতের ভাবনা

নুরুল্লাহ মাসুম


কুহক রাতের নৌকা ভ্রমণ- বেশতো ভাল লাগছিল
হেলে দুলে সবাই মিলে- একই সাথে চলছিল
লীলাবতী হঠাৎ করে- মুখে ভেংচি কাটছিল
জাতের সাথে বজ্জাতি ভাই- এমনি করে হচ্ছিল
মান-অভিমান শেষে তরী- তীরে এসে ভিড়ছিল
নয়ন ভরে ধ্রুব তারা- আপন মনে জ্বলছিল

হাত দুটো সে আপন মনে- কাঁধের ওপর রাখছিল
সিন্ধু পাড়ের মৃদু হাওয়া- মনে দোলা দিচ্ছিল
নাম না জানা অনুভূতি- দারুন কাজ করছিল
জানতে গেলে সুমতি তার - অজানা দোল দিচ্ছিল
হাজির হয়ে মেয়েটি আমার- মা বলে ডাক দিচ্ছিল
নয়ন জুড়ে স্বপ্নের ঘোর- এক নিমিষেই ডুবছিল

ঢাকা

৩১১২৩০ জানুয়ারি ২০১২ খৃষ্টাব্দ

কোন মন্তব্য নেই: