শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

অপেক্ষার শেষে


যখন তুমি ছুঁটে এলে- অবাক হলাম আমি
খনার বচন মনে হল- শান্ত হলাম আমি
নতুন কিছু হচ্ছে দেখে- ধন্য হলাম আমি

আমার কাছে নেইতো কিছু- পেতে চাইবে তুমি
মানুষ বলে দেখবে সবাই- আমার কাছে তুমি
রম্য কথার ঝরনা ধারায়- তুমি শুধুই তুমি

বুক ভরালাম বাতাস নিয়ে- শান্ত হলাম আমি
কে বলেছে আর নেইতো- তোমার মাঝে তুমি

কুঞ্জে আছে আঁচল ভরা- হলুদ ফুলের মালা
হেথায় তুমি একলা কেন- কিসের এত জ্বালা
লীলাময়ী খেলবে রে আজ- দারুণ ছেলে খেলা

জানবো নাতো তুমি আমি- কেন এত ছলা
মানতে হবে সব কিছুই- যতই হোকনা জ্বালা
নতুন করে গাঁথতে হবে- বেলী ফুলের মালা

ঢাকা
১৫০৭৩৫ ফেব্রুয়ারি ২০১২ খৃষ্টাব্দ

কোন মন্তব্য নেই: