শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

ভাসমান ভাবনা


বিকেলের পড়ন্ত রোদ ছুঁয়ে যায় আমার মন
রূপালী আলোয় উদ্ভাসিত তোমার তনুমন
না বলা বেদনাগুলো ঘুরে ফিরে আসে বারবার
তামাশা করছে যেন আমার সাথে বিশ্ব চরাচর
লতানো ডগাগুলো কাছে আসতে চায় হেলেদুলে
সুশীতল ছায়ার আশায় আমি রয়েছি দোলাচলে
আগামীর কথা ভাবনায় আসে সংকীর্ণতা নিয়ে
ফিরে যেতে চাই, পারি কি নিতে ফিরিয়ে?
আসমুদ্র হীমাচল- ভাবনার অতলে ভাসমান আমি

ঢাকা
১২১৯২৯ মার্চ ২০১২ খৃষ্টাব্দ

কোন মন্তব্য নেই: