শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

সুরের বদল-১


সুরের বদল-১


সেই আম গাছটা নীথর
প্রাণহীন দেহটা যেন মমি হয়ে আছে
রাস্তার ধারে সারিবদ্ধ বৃক্ষরাজি
অব্যক্ত বেদনায় নির্বাক

সালাম, বরকত, শাফিউদ্দিন আর
রফিকের পর আসাদও লুটিয়ে পড়ল,
বিদ্ধস্ত যৌবন রুখে দাড়ায়
ফাগুনে, আমের বোল হয় প্রতিবাদী

দেলোয়ারের পিষে যাওয়া হাড্ডি-মাংস
মিলনের তাজা রক্তে ধোয়া
নতুন বাংলা যখন আন্দোলিত-
আম গাছ যেন কিছু বলতে চাইছে

নতুন বাংলা নয়, গড়ে তোল সোনার বাংলা
কপোলে ঝরে অশ্রæ, সারিবদ্ধ বৃক্ষরাজি
নতুন ফাগুনে উল্লাসিত, আন্দোলিত
মমির পাশে থমকে দাড়াই আমি-
ঈশাণ কোনে মেঘ, দখিণা হাওয়ার সুর বদলায়

ঢাকা
১০১৬১০ ফফব্রুয়ারি ১৯৯১ খৃষ্টাব্দ

কোন মন্তব্য নেই: