শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

কবি


কবি

(দক্ষিণ আফ্রিকার মানবতাবাদী কবি বেঞ্জামিন মলয়ঁস স্মরণে)

কবি তুমি উজ্জল নক্ষত্র
তীব্র আলোকিত এক
চন্দ্র, অথবা নিহারিকা
উল্কাও হতে পারতে
হতে পারতে ধুমকেতু
পতনেই তুমি স্মরণীয়
মলয়ঁস-
আঁধারে তুমি ডুবে গেলেও
প্রভাতে তুমি উজ্জ্বল
নব দিগন্তে উদীত রবি
ক্ষচিত করেছে তোমায়
বিশাল গগণে
কবি, তোমার শেষ নেই
তুমি অজেয়, তোমাতেই
খুঁজছি মোরা মরণ অস্ত্রবল
মুখে মোদেরও গুজে দেয়া কাপড়
থুবড়ে পড়ে আছি সবাই
হাতকড়া বহু আগে থেকেই
তবু অগ্রসর-
মিলবো তোমাতে একদিন-
কামনা চিরন্তন

জিন্দাবাহার, ঢাকা
০৬১৯৩০ ডিসেম্বর ১৯৮৭ খৃষ্টাব্দ

কোন মন্তব্য নেই: