শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

সুরের বদল-৩


সুরের বদল-৩


বসন্তের মাতাল হাওয়া
আনন্দের খোরাক জোগায়
তেষ্টায় ছাতি ফাটে
বেঁচে আছি, আজো বেঁচে আছি

ঘামে ভেজা দেহখানি
পুলকিত দখিণা হাওয়ায়
রক্ত ঝরে হৃদয়তন্ত্রীতে
বেঁচে আছি, আজো বেঁচে আছি

গণতন্ত্রের সমীরণ মাতলামো করেনা
তবু ভীত, আনন্দ আছে কি না
সেই গাছটাকে জিজ্ঞেস করি-
আবারো মমি হয়, বলে- বেঁচে আছি

শংকিত না হয়ে পারিনে
মাতাল হাওয়ায় মন জুড়ালো
রক্ত ঝরা বন্ধ হবে না তন্ত্রীতে
আতংক ঢাকি কি করে-
আবারো যদি সুর বদলায়?

কাকরাইল, ঢাকা
০৪১৫০০ এপ্রিল ১৯৯১ খৃষ্টাব্দ

কোন মন্তব্য নেই: