শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

জীবনানন্দ


জীবনানন্দ


আনন্দ নেই জীবনে
জীবনানন্দ,
আজ আর নেই প্রশান্তি।
      
শুকিয়ে গেছে তোমার
ধানসিঁড়ি,
শংখ চিল শালিক ওড়ে না আর

হয়ত তুমিও আস না
সোথায়- কাক হয়ে
প্রিয় নদীর জল পানে

জলাঙ্গীর ঢেউয়ে
খুঁজে পাইনা তোমার ছবি
তুমি আসনা, আনন্দ নেই বলে
জীবনান্দ।

খুলনা
২২ অক্টোবর ১৯৮৫ খৃষ্টাব্দ

কোন মন্তব্য নেই: