শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

প্রত্যাশার দিগন্ত


প্রত্যাশার দিগন্ত


ভাল থেকো
কথাটা শোনার জন্য
উদগ্রীব, মহা উদগ্রীব, ছয়টি
সময় রেখার পশ্চিমে
একাকী আমি
জলবিহীন সাগর তীরে
উন্মুক্ত আকাশ নয় মেঘমুক্ত,
তবুর আঁখির সন্ধানে ছোটে অশ্রু
সীমাহীন দিগন্ত পানে
কল্পনার ডানা মেলে

মুদিত নয়নে, অবারিত মুক্ত আকাশ-
কোন এক সুবর্ণ গাঁয়ে, সুদূর অতীতের;
দুটি কুড়ি একটি পাতার দেশে
সুবর্ণ সময়ে, আঁখি অশ্রুর
মিলন গাঁথার অপূর্ব মেলা

প্রতীক্ষার শেষে,
পূণর্বার-
ভাল থেকো-
এই প্রত্যাশা-
কত দিনের, কত কালের?

ডরসেট, ইংল্যান্ড
২৭ মার্চ ২০০২ খৃষ্টাব্দ

1 টি মন্তব্য:

নামহীন বলেছেন...

ভাল........ test comments