শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

সত্য মিথ্যের সহাবস্থান


সত্য মিথ্যের সহাবস্থান


মতের ভিন্নতা, পথের ভিন্নতা
মনের ভিন্নতা- নয়তো!
একই বাতাস, একই জল
জীবন বাঁচায়- সত্যিতো!
একই মাটি, একই খাদ্য
জীবন গড়ে- মিথ্যে নয়তো!
একই ভাষা, একই আশা
গড়বো জীবন- সত্যিতো!
জন্ম সত্য, মৃত্যু সত্য
বাঁচবো কদিন- জানিনেতো!
কর্ম সত্য, অর্থ সত্য
কর্ম অর্থ জীবন চালায়- সত্যিতো!
মানবতা আছে, ধর্ম আছে
মানবতা- ধর্ম মেনে কি হয় মানবধর্ম?

ধানমন্ডি, ঢাকা
০৭০২০০ মে ২০১২ খৃষ্টাব্দ

কোন মন্তব্য নেই: