শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

বেঁচে আছি


বেঁচে আছি


কঞ্চির মত কচা
আজ উদ্দাম সন্ধ্যা
উদ্বেলিত যৌবন যেন উপচে পড়ছে

কালের স্বাক্ষী
বটবৃক্ষ আর নেই, তবুও
সীকলা চলে পুরানো গতি নিয়ে

কচা আর বটবৃক্ষ, যেন
মিলে মিশে একাকার
ছিল এক কালে- আজ নেই

সন্ধ্যা আছে উদ্দাম নিয়ে
বটবৃক্ষ হীন সমাজটা চলছে
আমরাও বেঁচে আছি

নাখলপাড়া,ঢাকা
২৭১৫৫০ জুলাই ১৯৮৬ খৃষ্টাব্দ

কোন মন্তব্য নেই: