শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

বাসনা


বাসনা


কলিকে দেখিলাম এক জলযানে
মা ডাকে মুখরিত চার দিক
পূর্ণিমার চাঁদ যেন আলোকিত
উদ্ভাসিত পরিমন্ডল-
ধন্য তুমি কলি

নিভৃতে, খররোদে ঝিমানো কাক
তৃষ্ণায় ছাতি ফাটে
অপেক্ষা তব আম ডালে
ভাষাহীন, ভাবহীন

কেরানী চাকুরের ভাগ্যে
হয়নি বেড়ানো আম বাগানে
কলি- এক প্রষ্ফুটিত ফুল
পরবাসে শোভায়িত, রজনীগন্ধা

হাহুতাস নয়, রক্তক্ষরণ মাত্র
সাধ্য কি ফিরে যায় আম্রকাননে
তব কলি হওয়ার বাসনায়!
আজ যে প্রষ্ফুটিত, ঝরে কাল যাবেই-
কালের স্বাক্ষী নীরবে দীর্ঘশ্বাস ফেলে

খুলনা
২৬ জানুয়ারি ১৯৮৬ খৃষ্টাব্দ

কোন মন্তব্য নেই: