শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

কুড়ি বছরের যুবক


কুড়ি বছরের যুবক


হে যুবক, দাঁড়াওতো দেখি
ফিরে তাকাও একবার-
তোমার অতীত পানে
শৈশবে হারানো পিতার মুখ
চোখে ঝাপসা ঠেকে
গর্ভধারিনী মা- অসহায়,
পথে পথে ভিক্ষা মাগে
শহুরে বখাটে সন্তান
রাস্তায় মাস্তানী করে
ওস্তাদকে মান্য করে
সুবোধ বালকের মত
পীরকে অমান্যি করে
সাধ্য তার নেই
যদিবা বিদ্রোহী হয় মন
একান্তে নিভৃতে খোঁজে জ্ঞাতি
পেতে চায় সমগোত্রীয়দের আজ্ঞা
কুড়ি বছরের যুবক
পায়না শিক্ষার আলো- ক্ষুধার অন্ন
শীতবস্ত্রের অভাব আশৈশব
আশ্রয়হীন জন্ম থেকেই
শহরের পয়ঃনিস্কাশনের বড় বড় পাইপগুলো
এখন তার স্থায়ী আবাস;
বন্যা হয় শক্র
ভেসে যায় সাজানো সংসার
বিক্ষুব্ধ সমাজে খোঁজে আশ্রয়
কুড়ি বছরের যুবক,
পিতৃহীন সন্তানেরে দেখাবে কে
(জিয়ন কাঠির মত) চলার সঠিক পথ
কুড়ি বছরের উঠতি যুবক
হঠা থমকে দাড়ায়!

কাকরাইল, ঢাকা
১২ মার্চ ১৯৯২  খৃষ্টাব্দ

কোন মন্তব্য নেই: