শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

গরীব


গরীব


গরীব বলে যাদের মোরা চিনি
নিপীড়িত যাদের মোরা জানি
সত্যি তারা মানুষ
তারাই আসল জ্ঞানী

মজুর হতে শুরকরে
তারাই সকল কাজ করে
বলতে পারিস
এই যে বড় দালান- কে দিয়েছে গড়ে?

ভাবতে পারিস
সারাটা দিন ভরে
ঘুরছিস শহর
কাদের ঘাড়ে চড়ে?

ভেবে দেখিস
ওদের কাছে কত মোরা ঋণী
গরীব হলেও
তাদের মোরা জানি।

খুলনা
২৩ ফেব্রুয়ারি ১৯৮৫ খৃষ্টাব্দ

কোন মন্তব্য নেই: