শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

প্রারম্ভিকতা


আন্দোলিত মনের প্রতিটি কণায় উত্তাল ঢেউ
ফিরে তাকাবার ক্ষণবিচারে নেই কোথায়ও কেউ
আকাশের তারাগুলো উঁকি দেয় তরুলতার ফাঁকে
সুবাতাস বইছে যেন অলিন্দের প্রতিটি বাঁকে
লতানো বৃক্ষরাজি সকলেই আজ আলিঙ্গণে মাতোয়ারা
তাল কেটে যায় সারাক্ষণ দেখে তব হাসির ফোয়ারা
না বলা কথাগুলো মনের গহীনে ধীরে ধীরে জমছে
রূপালী আলোয় উচ্ছল চাঁদ অবিরত হাসছে-
বিরহ বেদনায় অপেক্ষার পালা- যেন অবিরাম পথচলা

ঢাকা
১১১৩২৫ মার্চ ২০১২ খৃষ্টাব্দ

কোন মন্তব্য নেই: