শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

মুক্তঝরা হাসি


 মুক্তঝরা হাসি


এক ঝলক হাসি- মুক্ত ঝরে
থেকে থেকে অবিরাম;
সুদূর দক্ষিণে
প্রথম আগমনে- মুক্ত শিকার

স্মৃতি চারণ- হারিয়ে যাওয়া
ফেলে আসা দিন- নতুন করে
প্রশান্তি এক পলক
অবলোকন, এক মুহুর্ত আবার বিলীন

হৃদপিন্ড মোচড়ানো
পুরানো স্বভাব- দম ফেলা ভার
হায়রে স্মৃতি- নয় নিজের
ধারণ করি শক্ত পীঠস্থানে

মুক্ত হয়েই থাকো- কাঁদব আমি
স্বজন হারানোর বেদনায়- চিরতরে।

রামপাল, বাগেরহাট
০৭ ডিসেম্বর ১৯৮৫ খৃষ্টাব্দ

কোন মন্তব্য নেই: