সোমবার, ১০ জুন, ২০১৩

বাদ্যযন্ত্রে নতুন ছন্দ

বাদ্যযন্ত্রে নতুন ছন্দ

নুরুল্লাহ মাসুম


মনের কথা মনেই থাকে, যায় না কভু বলা
মনের মানুষ যদি না বোঝে কোনটা ছলা কোনটা কলা
তাবৎ জগত গোমরা রয়, বোঝে না কোন জ্বালা
জগত জুড়ে কে আছে বল, হবে মোর প্রাণ-কালা?

নুতন দিবসে নতুন বারতা কে আনিছে বল
রক্তে আমার নৃত্য ছন্দ, যাবে তুমি?- তবে চলো

মানব জনম সুখী হয়, কোথায় রয়েছে মন্ত্র
ধুসর ধুলা জগত জুড়িয়া, নাই কি ষড়যন্ত্র!

রিক্ত হস্তে তিক্ত-বিরক্ত; তবু হাতে রবে বাদ্যযন্ত্র

কোন মন্তব্য নেই: