বুধবার, ১০ আগস্ট, ২০১৬


শ্রাবণ বন্দনা

নুরুল্লাহ মাসুম


শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে...
এমনই শ্রাবণ বন্দনায় উদ্বেল আজ
নভ নীল, কালো মেঘললনাদের আনন্দে
বজ্রমেঘের ঝলকানীতে
ধরণী উত্তাল

লাল কষ্ট লুকিয়ে সবুজের আভায়
আন্দোলিত মেহেদী পাতা
দূরে, খানিকটা নিচের
বেল গাছটাকে যেন ট্যারা চোখে দেখছে
আর হাসছে

আল্লাহ মেঘ দে পানি দে...
এ মিনতি করেছিল যারা, হতবাক তারা!
জনপদের মানুষ কষ্টে আছে
তরুলতা দুলছে খুশীতে- ছোট বড় সবাই
তবে, মেহেদী গাছটা একটু বেশী

নিচের বেল গাছটা অবাক, মেহেদী উপরে কেন!
মেহেদী গাছটার আনন্দ ওকে কষ্ট দেয়, লজ্জায় ফেলে
ওর সঙ্গী হয় আম, জাম, জামরুল, জারুলগাছ...
আর আমি, অপলক নেত্রে উপভোগ করি
শ্রাবণ রাতের অবিশ্রান্ত ধারা...

সুলতানগঞ্জ, রায়েরবাজার, ঢাকা
৩১ ০২১৭ জুলাই ২০১৬