সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৩

নতুন করে ভাবতে হবে


ষষ্ঠ পর্ব

তবু সংসদ সদস্যগণ নির্বাচিত নিজ নিজ এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচনে মোট প্রোপ্ত ভোটের অনুপাতও সংসদে আসন সংখ্যা নির্ধারণে ভূমিকা রাখে না ১৯৭৩ সাল থেকে এ পর্যন্ত অনুষ্ঠিত কয়েকটি সংসদ নির্বাচনে অংশ নেয়া রাজনৈতিক দলগুলো প্রাপ্ত ভোট ও প্রাপ্ত আসন সংখ্যা এবং সেই সাথে যে সকল দল কোন সংসদে একটিও আসন পায়নি তাদের প্রাপ্ত ভোটে সংখ্যার তুলনামূলক পরিসংখ্যান দেখলে বিষয়টি পরিস্কার হয়ে যাবে
১৯৭৩ সালে আওয়ামী লীগ ৭৩.৬৬ শতাশ ভোট পেয়ে আসন পায় ২৭৬ টি অন্য দিকে ন্যাপ মোজাফ্‌ফর ৮.২৯ শতাংশ ভোট পেয়ে আসন পায় ২টি এবং জাসদ ৬.৪৪ শতাংশ ভোট পেয়ে আসন পায় ১টি ন্যাপ ভাসানী ৫.২ শতাংশ ভোট পেলেও সংসদে কোন আসন পায়নি
১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ ৩৭.৪৪ শতাংশ ভোট পেয়ে আসন পায় ১৪৬টি বিএনপি ৩৩.৬০ শতাংশ ভোট পেয়ে আসন পায় ১১৬টি জাতীয় পার্টি ১৬.৪০ শতাংশ ভোট পেয়ে আসন পায় ৩২ টি জাসদ (রব) ০.২৩ শতাংশ ভোট পেয়ে আসন লাভ করে ১টি অন্যদিকে জামায়াতে ইসামী ৮.৬১ শতাংশ ভোট পেয়েও আসন পায় ৩ টি এ যেন ঠিক ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে দ্বিতীয় বিভাগ.শ্রেণী অর্জন করার মত ফলাফল
বর্তমান সংবিধান অনুসারে সংরক্ষিত ৫০টি আসন দলগুলোর মোট প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে বরাদ্দ দেয়া হলে দলগুলো কিভাবে উপকৃত হবে তা দেখবো এবারে ২০০৮ সালের নির্বাচনে অংশ নেয়া দলগুলোর মোট প্রাপ্ত ভোটের খতিয়ান:
২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ৪৮.০৪ শতাংশ ভোট পেয়ে আসন পায় ২৩০টি বিএনপি ৩২.৫০ শতাংশ ভোট পেয়ে আসন পায় ৩০টি জাতীয় পার্টি ৭.০৪ শতাংশ ভোট পেয়ে আসন পায় ২৭ টি জাসদ ০.৭২ শতাংশ ভোট পেয়ে আসন লাভ করে ৩টি অন্যদিকে জামায়াতে ইসামী ৪.৭০ শতাংশ ভোট পেয়েও আসন পায় মাত্র ২টি পক্ষান্তরে ০.৩৭ শতাংশ ভোট পেয়ে ওয়ার্কার্স পার্টি আসন পায় ২টি
২.৯৪ শতাংশ ভোট পায় ১৫১ জন স্বতন্ত্রপ্রার্থী এবং এর মধ্যে নির্বাচিত হন ৪ জন সংসদে প্রাপ্ত আসনের ভিত্তিতে সংরক্ষিত নারী আসন (আসন ছিল ৪৫টি) বন্টনের ফলে বাংলাদেশ আওয়ামী লীগ ৩৬টি আসন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৫টি আসন, জাতীয় পার্টি ৪টি আসন লাভ করে এমতাবস্থায় সংরক্ষি ৪৫ আসন যদি দলগুলোর প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে বন্ট করা হত (২.২ শতাংশ ভোট সমান ১টি আসন- এই হিসেবে) তাহলে আওয়মী লীগ পেত ২১টি, বিএনপি পেত ১৫ টি জাতীয় পার্টি পেত ৩টি আসন এ ব্যবস্থায় এদের মধ্যে নারী ও পুরম্নষ উভয় সদস্য থাকতে পারতেন

সংরক্ষি ৫০ টি আসনের জন্য দুই শতাংশ করে ভোটের বিপরীতে একটি করে আসন বরাদ্দের ব্যবস্থা নেয়া হলে সংসদে আসন পাওয়া দল গুলোর মধ্যে আওয়ামী লীগ পেত ২৪টি, বিএনপি পেত ১৬টি, জাতীয় পার্টি পেত ৩টি, জামাত ২টি এবং অন্যান্য ছোট ছোট দল মিলে পেত ৪টি আসন যে সকল দলের কোন সদস্য নির্বাচনে জয়লাভ করেনি, তাদের মধ্য থেকেও সংসদে আসতে পারত অন্ত্মত ১ জন {উলেস্নখ্য ২.২৫ শতাংশ পেয়ে এইসব ছোট ছোট দলের ৭৭২ জন প্রার্থীর কেউই নির্বাচিত হতে পারেননি} এ পদ্ধতি অনুসরণ করা হলে লাভ হত এভাবে- কোন দলের কোন এক প্রভাশালী সদস্য দল যাকে সংসদে চাইলেও তিনি নির্বাচিত হতে পারেননি তাকে এ পদ্ধতিতে সংসদে নেয়া সম্ভব হত
(চলবে)