বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০১৫

বসন্ত বাতাসে আগুন

বসন্ত বাতাসে আগুন
নুরুল্লাহ মাসুম

মাতাল সমীরণে ধেয়ে আসা উড়ন্ত পল্লব
সারিবদ্ধ- ধরণীর দিকে ধাবমান
দারুণ শৃংখলায় যুথবদ্ধ হয়
দৃশ্যমান পল্লব-মাল্য যেন-

বসন্তের উদাসী হাওয়ায় উতলা ক্ষণ
চারিধারে মন্থন ধ্বণি- বিরহী মন
হতাশার আবরণে সুখের সন্ধান...
আহা কি সুন্দর!

সম্মিলনে পল্লব-মাল্য দৃষ্টি মেলে
মেদিনী তরে- সহসা উত্তপ্ত প্রকৃতি
দারুণ খরায় জ্বলছে অবিরাম
বিষ্ময়ে হতবাক- স্থবির ক্ষণিকের তরে!

ফিরে চলে পল্লব-মাল্য উর্ধপানে
প্রকৃতির দাহ্য বায়ুতে উচাটন মন
ট্রপোস্ফিয়ার ভেদ করে উর্ধমুখী...
রকেট গতিতে- আনন্দ হারায় হেথা

থার্মোস্ফিয়ারের ওপারে পাবে কি নাগাল
শান্তির ছোঁয়া- ভালোবাসার ঘ্রাণ
জানে না পল্লব-মাল্য কি হবে-
শান্তির বার্তা কোথায় রবে?

ইস্টার্ন প্লাজা, ঢাকা
২২ ১৪৪০ মার্চ ২০১৫ খৃষ্টাব্দ