শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৫

গতিহীন মনশীলতা

গতিহীন মনশীলতা
নুরুল্লাহ মাসুম

ফাগুন এলো আবারÑ রাজকীয় ঢঙে
দেশ উত্তাল; রক্তাপ্লুত রাজপথ
হিংসা-হানাহানি; বিভ্রান্ত মানবতা
অস্থির সকলে, দিক নির্দেশনার আকাল
পথহারা নাবিক, কম্পাস তার অচল
গতি অবিরতÑ বাধাহীন

দখিনা হাওয়া মনে দেয় দোলা
আশাÑ পথ ফিরে পাবার
তথাপি উদ্রভ্রান্তÑ নিজের কাছেই বাঁধা
ভিন্ন রূপে; গতিরোধ করে মননশীলতা

{১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি লেখা কবিতা; 
সময় কেটে গেছে অনেক, পরিস্থিতি বদলায় নি একটুও}