মঙ্গলবার, ১৫ জুলাই, ২০১৪

বাতাসে আগুন






বাতাসে আগুন
নুরুল্লাহ মাসুম

ফিলিস্তিনের বাতাসে বারুদের গন্ধ
মরুপ্রকৃতি আগুনের হল্কায় পুড়ে ছাই
ভিটেহারা মানুষ দিগ্বিদিক ছুঁটছে
শিশুর কান্নায় ভেজে না মানবতাবাদীর মন

সন্তানহারা মা কাঁদেন অশ্রুহীন নয়নে
বিশ্ববাসী অবাক তাকিয়ে রয়
শিশুর এমন মৃত্যু কবে দেখেছে বিশ্ব!

গোল্ডামায়ার, রবিন, বেগিন, শামির,
পেরেজ, এহুদ বারাক, ওলমার্ট
নেতানিয়াহু- ওরা অনেক
কেবল আরাফাত আর আব্বাস-
নিজেদের সামলাতে পারে না; বিশ্ব নেই সাথে

অনেক কাঠ-খড় পুড়িয়ে ফাত্তাহ আর হামাস
একপথে চলতে চায়- ফিরে দেখে না ইতিহাস
ভুলে যায় সংগ্রামের কথা- ওরা মধ্যপন্থী
কেউ বা অতিশয় গোঁড়া; শিশুদের বানায় বর্ম
খুঁটির জোর মেপে দেখে না; এটা বোকামী না
অন্য কিছু বলবো- ভেবে সাহস পাই না!

একদল বলে আমার জনগণ আমার সম্পদ
অন্যদল বলে আমরা জনগণের সম্পদ
জনতার আত্মত্যাগ হবে ভবিষ্যতের জন্য;
অন্যরা ওদের মারে নিজ জনতার স্বার্থে
বিশ্ব দেখে তামাসা, ব্যবসায়ী লাভবান অস্ত্র বেঁচে
নেতাদের চোখে ঘুম- সেখানে সব তমাসাচ্ছন্ন

বাতাসের আগুন উত্তাপ বাড়ায় প্রকৃতির
কেউ পুড়ে যায়, কেউ বা উত্তাপ নেয়


ইস্টার্ন প্লাজা, ঢাকা
১৫ ২০৩০ জুলাই ২০১৪