বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন-এর টুকিটাকি

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন-এর টুকিটাকি


নুরুল্লাহ মাসুম



আগামী ৮ নভেম্বর বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবেনিয়মানুসারে ২০১৭ সালের ২০ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করবেনইতোমধ্যে সকলে জেনে গেছেন প্রধান দুটি রাজনৈতিক দলের পক্ষ থেকে কে কে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেনপ্রধান দুই দল ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টির এবারের মনোনীত প্রার্থী হচ্ছেন যথাক্রমে নিউ ইয়র্কের সিনেটর ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন এবং ধনকুবের ডোনাল্ড ট্রাম্পমিডিয়ায় ব্যাপকভাবে বলা হচ্ছে এবারই প্রথমবারের মতো একজন নারী আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পেলেনে; বাস্তবতা ভিন্ন২০০৮ সালে গ্রিন পার্টি প্রথমবারের মতো সিনথিয়া ম্যাককেনি নামের এক নারীকে প্রেসিডেন্ট পদে মনোনীত করেছিলতারপরে ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আরেকজন নারী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, তিনি হচ্ছেন একজন চিকিৎসক, তাঁর নাম জিল এলেন স্টেইন, তিনিও গ্রিন পার্টির পক্ষ থেকে নির্বাচনে প্রার্থী ছিলেন; যদিও তিনি নির্বাচনে জয়ী হতে পারেন নিএবারেও তিনি গ্রিন পার্টি থেকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেনসুতরাং হিলারি ক্লিনটন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম নারী প্রার্থী- এটা সঠিক নয়তবে এটা সত্য যে, বৃহত্তম দুই দলের মধ্যে ডেমোক্রেট পার্টি এই প্রথমবারের মতো একজন নারী প্রেসিডেন্ট পদপ্রার্থী মনোনীত করলো
বিশ্বের এই শক্তিধর দেশের জনগণ তাদের প্রেসিডেন্ট নির্বাচনে সরাসরি ভোট দিতে পারে না, যেমনটা হয় বৃটেনে, ভারতে বা বংলাদেশেআমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেয় “ইলেক্ট্ররাল কলেজ” নামে অভিহিত জনাকয়েক ভোটারযাদের নির্বাচন করা হয় সকল রাজ্য থেকে এবং ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া থেকেএ মনোনয়নও বেশ মজারপ্রতিটি রাজ্যে যতজন “হাউজ অব রিপ্রেজেন্টেটিভ” সদস্য বা কংগ্রেসম্যান রয়েছেন “ইলেক্ট্ররাল কলেজ”-এর সদস্য হবেন ততজনডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া থেকে মনোনীত হন তিনজনসকল রাজ্যে সিনেটর রয়েছেন ২ জন করেতাই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট প্রদান করেন ৫৩৮ জন “ইলেক্ট্ররাল কলেজ” সদস্যকেমনে হলো এই সংখ্যাটা? সারা দেশে “হাউজ অব রিপ্রেজেন্টেটিভ”-এর সদস্য ৪৩৫ জন, সিনেটর ১০০ জনএর সাথে ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার ৩জন মিলিয়ে মোট ভোটার ৫৩৮ জন
এই সংখ্যার হিসেবে কোন রাজ্য থেকে কতজন ভোটার সেদিকে একটু নজর দেয়া যাক-
আলাস্কা, দেলায়ার, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া, মনটানা, নর্থ ডাকোটা এবং সাউথ ডাকোটা থেকে ৩ জন করে ২৪ জনহাওয়াই, আইডাহো, মেইন, নিউ হ্যাম্পশায়ার ও রোডস আইল্যান্ড থেকে ৪ জন করে ২০ জননেব্রাস্কা, নিউ ম্যাক্সিকো ও ওয়েস্ট ভার্জিনিয়া থেকে ৫ জন করে ১৫ জনআরাকানসাস, আইওয়া, কানসাস, মিসিসিপি, নেভাদা ও উইথা থেকে ৬ জন করে ৩৬ জনকানেকটিকাট, ওকলাহোমা ও ওরিগন থেকে ৭ জন করে ২১ জনক্যানটাকি ও লুজিয়ানা থেকে ৮ জন করে ১৬ জনআলবামা, কলোরাডো ও সাউথ কারোলিনা থেকে ৯ জন করে ২৭ জনম্যারিল্যান্ড, মিনেসোটা, মিসৌরি ও টেনেসিস থেকে ১১ জন করে ৪৪ জনওয়াশিংটন থেকে ১২ জনভর্জিনিয়া থেকে ১৩ জননিউ জার্সি থেকে ১৪ জননর্থ ক্যারোলিনা থেকে ১৫ জনজর্জিয়া ও মিসিগান থেকে ১৬ জন করে ৩২ জনওহাইও থেকে ১৮ জনইলিনয় ও পেনসালভেনিয়া থেকে ২০ জন করে ৪০ জনফ্লোরিডা ও নিউ ইয়র্ক থেকে ২৯ জন করে ৫৮ জনটেক্সাস থেকে ৩৮ জন এবং ক্যালিফোর্নিয়া থেকে ৫৫ জনএই হলো সর্বমোট ৫৩৮ জন
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে একজন প্রার্থীকে ৫৩৮ ইলেকট্ররাল কলেজের মধ্যে কমপক্ষে ২৭০ ভোট পেতে হবেকোন প্রার্থী যদি ২৭০ ভোট না পান তবে, আমেরিকার হাউজ অব রিপ্রেজেন্টেটিভ প্রেসিডেন্ট নির্বাচনেরর জন্য ভোট দেবেকোন ভাইস প্রেসিডেন্ট প্রার্থীও যদি ২৭০ ভোট না পান তবে আমেরিকার সিনেট ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করবে
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আরেকটি বিষ্ময়কর বা অদ্ভুত বিষয় হচ্ছে, ইলেক্ট্ররাল কলেজ নির্বাচনে winner-take-all পদ্ধতিমানেটা হলো, রাজ্যগুলো যখন তাদের ইলেকট্ররাল কলেজ নির্বাচন করে, তখন যে দলের প্রার্থী বেশী ভোট পায়, সেই দল ওই রাজ্যের সকল ভোট পেয়েছে বলে ধরা হয়ফলে যে দল ইলেকট্ররাল কলেজ নির্বাচনে বেশী ভোট পাবে, সেই দল থেকেই সবকটি আসন পাবেযেমন, টেক্সাস রাজ্যে ইলেক্ট্ররাল কলেজ এর আসন  ৩৮তিন দলের তিনজন প্রার্থী রয়েছেন- ধরা যাক এদের প্রাপ্ত ভোট যথাক্রমে ২০, ১০ এবং ৮এক্ষেত্রে যে দল ২০ ভোট পেয়েছে, তাদের বাক্সে জমা হবে ৩৮ ভোটএমন নিয়মের কারণেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ছোট ছোট দলগুলোর নাম কখনো সামনে আসে না, বিশ্ব জানতে পারে না ছোট দলগুলোর প্রাপ্ত ভোটের শতকরা হার কততবে দু’একটা রাজ্য আছে যেখানে এ নিয়ম পালিত হয় না, যেমন- মেইন (১৯৭২ থেকে) ও নেব্রাস্কা (১৯৯৬ থেকে) রাজ্যে এ নিয়ম পালিত হয় নাবেশীরভাগ রাজ্যই স্ব স্ব রাজ্য নির্বাচনের সময়ে আগত প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ইলেক্ট্ররাল কলেজ নির্বাচন করে থাকেব্যতিক্রমও রয়েছে
সকল রাজ্যে নির্বাচনের বছরে প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ইলেক্ট্ররাল কলেজ-এর নির্বাচন সম্পন্ন করে থাকেপ্রেসিন্টে নির্বাচনের দিনটিও নির্ধারিত হয় সংবিধানে বর্ণিত নিয়মে: The Tuesday following the first Monday in November has been fixed as the day for holding federal elections, called the Election Day. এ নিয়মের ফলেই এবারের নির্বাচন হচ্ছে ৮ নভেম্বর।
২০১৬ সালের নির্বাচনে দেশটির  ৫৮তম প্রেসিডেন্ট নির্বাচন করা হবেএবারে দেখে নেই, ১৭৮৮ সাল থেকে নির্বাচিত প্রেসিডেন্টদের তালিকা, সাথে থাকছে দ্বিতীয় অবস্থানে থাকা প্রার্থীর নামও
১. জর্জ ওয়াশিংটন (নির্দলীয়)- ১৭৮৮- প্রাপ্ত ভোট ৬৯; নিকটতম প্রার্থী- জন অ্যাডামস (নির্দলীয়)- প্রাপ্ত ভোট- ৩৪
২. জর্জ ওয়াশিংটন (নির্দলীয়)- ১৭৯২- প্রাপ্ত ভোট ১৩২; নিকটতম প্রার্থী- জন অ্যাডামস (ফেডারেলিস্ট)- প্রাপ্ত ভোট- ৭৭
৩. জন অ্যাডামস (ফেডারেলিস্ট)- ১৭৯৬- প্রাপ্ত ভোট- ৭১; নিকটতম প্রার্থী- থমাস জেফার্সন (ডেমোক্রেটিক-রিপাবলিকান)- প্রাপ্ত ভোট- ৬৮
৪. থমাস জেফার্সন (ডেমোক্রেটিক-রিপাবলিকান)- ১৮০০- প্রাপ্ত ভোট- ৭৩; নিকটতম প্রার্থী- জন অ্যাডামস (ফেডারেলিস্ট)- প্রাপ্ত ভোট- ৬৫
৫. থমাস জেফার্সন (ডেমোক্রেটিক-রিপাবলিকান)- ১৮০৪- প্রাপ্ত ভোট- ১৬২; নিকটতম- চার্লস সি পিনকেনি (ফেডারেলিস্ট)- প্রাপ্ত ভোট- ১৪
৬. জেমস মেডিসন (ডেমোক্রেটিক-রিপাবলিকান)- ১৮০৮- প্রাপ্ত ভোট- ১২২; নিকটতম- চার্লস সি পিনকেনি (ফেডারেলিস্ট)- প্রাপ্ত ভোট- ৪৭
৭. জেমস মেডিসন (ডেমোক্রেটিক-রিপাবলিকান)-১৮১২- প্রাপ্ত ভোট- ১২৮; নিকটতম প্রার্থী- ডিউট ক্লিনটন (ফেডারেলিস্ট)- প্রাপ্ত ভোট- ৮৯
৮. জেমস মনরো (ডেমোক্রেটিক-রিপাবলিকান)- ১৮১৬- প্রাপ্ত ভোট- ১৮৩; নিকটতম প্রার্থী- রিউফিস কিং (ফেডারেলিস্ট)- প্রাপ্ত ভোট- ৩৪
৯. জেমস মনরো (ডেমোক্রেটিক-রিপাবলিকান)- ১৮২০ সাল- প্রাপ্ত ভোট- ২৩১; নিকটতম প্রার্থী- জন কুইন্সি অ্যাডাম (ডেমোক্রেটিক-রিপাবলিকান)- প্রাপ্ত ভোট- ১
১০. জন কুইন্সি অ্যাডাম (ডেমোক্রেটিক-রিপাবলিকান)- ১৮২৪ সাল- প্রাপ্ত ভোট- ৮৪; নিকটতম প্রার্থী- অ্যান্ড্রু জ্যাকসন (ডেমোক্রেটিক-রিপাবলিকান)- প্রাপ্ত ভোট- ৯৯
১১. অ্যান্ড্রু জ্যাকসন (ডেমোক্রেটিক-রিপাবলিকান)- ১৮২৮ সাল- প্রাপ্ত ভোট- ১৭৮; নিকটতম প্রার্থী- জন কুইন্সি অ্যাডাম (ন্যাশনাল রিপাবলিকান)- প্রাপ্ত ভোট- ৮৩
১২. অ্যান্ড্রু জ্যাকসন (ডেমোক্রেটিক)- ১৮৩২ - প্রাপ্ত ভোট- ২১৯; নিকটতম প্রার্থী- হেনরি ক্লে (ন্যাশনাল রিপাবলিকান)- প্রাপ্ত ভোট- ৪৯
১৩. মার্টিন ভ্যান বুরেন (ডেমোক্রেটিক)- ১৮৩৬- প্রাপ্ত ভোট- ১৭০; নিকটতম প্রার্থী- উইলিয়াম হেনরি হ্যারিসন (হুয়েগ)- প্রাপ্ত ভোট- ৭৩
১৪. উইলিয়াম হেনরি হ্যারিসন (হুয়েগ)- ১৮৪০- প্রাপ্ত ভোট- ২৩৪; নিকটতম প্রার্থী- মার্টিন ভ্যনি বুরেন (ডেমোক্রেটিক)- ভোট- ৬০
১৫. জেমস কে. পলক (ডেমোক্রেটিক)- ১৮৪৪ - প্রাপ্ত ভোট- ১৭০; নিকটতম প্রার্থী- হেনরি ক্লে (হুয়েগ)- প্রাপ্ত ভোট- ১০৫
১৬. জাকরি টেলর (হুয়েগ)- ১৮৪৮- প্রাপ্ত ভোট- ১৭০; নিকটতম প্রার্থী- লুইস ক্লাস (ডেমোক্রেটিক)- প্রাপ্ত ভোট- ১২৭
১৭. ফ্রাঙ্কলিন পেয়ার্স (ডেমোক্রেটিক)- ১৮৫২ - প্রাপ্ত ভোট- ২৫৪; নিকটতম প্রার্থী- উইনফিল্ড স্কট (হুয়েগ)- প্রাপ্ত ভোট- ১২৭
১৮. জেমস বুচানন (ডেমোক্রেটিক)- ১৮৫৬ - প্রাপ্ত ভোট- ১৭৪; নিকটতম প্রার্থী- জন সি ফ্রিমন্ট (রিপাবলিকান)- প্রাপ্ত ভোট- ১১৪
১৯. আব্রহাম লিঙ্কন (রিপাবলিকান)- ১৮৬০ - প্রাপ্ত ভোট- ১৮০; নিকটতম- জন সি ব্রেকিংরিজ (সাউদার্ন রিপাবলিকান)- প্রাপ্ত ভোট- ৭২
২০. আব্রহাম লিঙ্কন (ন্যাশনাল ইউনিয়ন)- ১৮৬৪- প্রাপ্ত ভোট- ২১২; নিকটতম প্রার্থী- জর্জ বি ম্যাককেলান (ডেমোক্রেটিক)- প্রাপ্ত ভোট- ৭২
২১. ইউলিসিস এস গ্যান্ট (রিপাবলিকান)- ১৮৬৮- প্রাপ্ত ভোট- ২১৪; নিকটতম প্রার্থী-৪হেরিয়ট সিমুর (ডেমোক্রেটিক)- প্রাপ্ত ভোট- ৮০
২২. ইউলিসিস এস গ্যান্ট (রিপাবলিকান)- ১৮৭২- প্রাপ্ত ভোট- ২৮৬; নিকটতম প্রার্থী- থমাস এ হেনড্রিক (ডেমোক্রেটিক)-ভোট- ৪২
২৩. র‌্যাদারফোর্ড বি হাইস (রিপাবলিকান)- ১৮৭৬- প্রাপ্ত ভোট- ১৮৫; নিকটতম- স্যামুয়েল জে টিলডেন (ডেমোক্রেটিক)- প্রাপ্ত ভোট- ১৮৪
২৪. জেমস এ গারফিল্ড (রিপাবলিকান)- ১৮৮০ সাল- প্রাপ্ত ভোট- ২১৪; নিকটতম- উইনফিল্ড স্কট হ্যাকক (ডেমোক্রেটিক)- প্রাপ্ত ভোট- ১৫৫
২৫. গ্রোভার ক্লিভল্যান্ড (ডেমোক্রেটিক)- ১৮৮৪ সাল- প্রাপ্ত ভোট- ২১৯; নিকটতম প্রার্থী- জেমস জি ব্লেইন (রিপাবলিকান)- প্রাপ্ত ভোট- ১৮২
২৬. বেঞ্জামিন হ্যারিসন (রিপাবলিকান)- ১৮৮৮ সাল- প্রাপ্ত ভোট- ২৩৩; নিকটতম প্রার্থী- গ্রোভার ক্লিভল্যান্ড (ডেমোক্রেটিক)- প্রাপ্ত ভোট- ১৬৮
২৭. গ্রোভার ক্লিভল্যান্ড (ডেমোক্রেটিক)- ১৮৯২ সাল - প্রাপ্ত ভোট- ২৭৭; নিকটতম প্রার্থী- বেঞ্জামিন হ্যারিসন (রিপাবলিকান)- প্রাপ্ত ভোট- ১৪৫
২৮. উইলিয়াম ম্যাককিনলি (রিপাবলিকান)- ১৮৯৬ সাল - প্রাপ্ত ভোট- ২৭১; নিকটতম প্রার্থী- উইলিয়াম জেনিংস ব্রায়ান (ডেমোক্রেটিক/পপুলিস্ট)- প্রাপ্ত ভোট- ১৭৬
২৯. উইলিয়াম ম্যাককিনলি (রিপাবলিকান)- ১৯০০ সাল - ভোট- ২৯২; নিকটতম- উইলিয়াম জেনিংস ব্রায়ান (ডেমোক্রেটিক)- প্রাপ্ত ভোট- ১৫৫
৩০. থিওডোর রুজভেল্ট (রিপাবলিকান)- ১৯০৪ সাল - প্রাপ্ত ভোট- ৩৩৬; নিকটতম- অ্যালটন বি পার্কার (ডেমোক্রেটিক)- প্রাপ্ত ভোট- ১৪০
৩১. উইলিয়াম হাওয়ার্ড টাফ (রিপাবলিকান)- ১৯০৮ সাল - ভোট- ৩২১; নিকটতম- উইলিয়াম জেনিংস ব্রায়ান (ডেমোক্রেটিক)- প্রাপ্ত ভোট- ১৬২
৩২. উড্রো উইলসন (ডেমোক্রেটিক)- ১৯১২ সাল - প্রাপ্ত ভোট- ৪৩৫; নিকটতম প্রার্থী- থিওডোর রুজভেল্ট (প্রোগ্রেসিভ)- প্রাপ্ত ভোট- ৮৮
৩৩. উড্রো উইলসন (ডেমোক্রেটিক)- ১৯১৬ সাল - প্রাপ্ত ভোট- ২৭৭; নিকটতম প্রার্থী- চার্লস ইভানস হাগস (রিপাবলিকান)- প্রাপ্ত ভোট- ২৫৪
৩৪. ওয়ারেন জি হার্ডিং (রিপাবলিকান)- ১৯২০ সাল - প্রাপ্ত ভোট- ৪০৪; নিকটতম প্রার্থী- জেমস এম ক· (ডেমোক্রেটিক)- প্রাপ্ত ভোট- ১২৭
৩৫. ক্যালভিন কোরলরিজ (রিপাবলিকান)- ১৯২৪ সাল - প্রাপ্ত ভোট- ৩৮২; নিকটতম- জন ডাব্লিউ ডেভিস (ডেমোক্রেটিক)- প্রাপ্ত ভোট- ১৩৬
৩৬. হারভার্ট হুভার (রিপাবলিকান)- ১৯২৮ সাল - প্রাপ্ত ভোট- ৪৪৪; কটতম প্রার্থী- অল স্মিথ (ডেমোক্রেটিক)- প্রাপ্ত ভোট- ৮৭
৩৭. ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট (ডেমোক্রেটিক)- ১৯৩২ সাল - ভোট- ৪৭২; নিকটতম প্রার্থী- হারভার্ট হুভার (রিপাবলিকান)- প্রাপ্ত ভোট- ৫৯
৩৮. ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট (ডেমোক্রেটিক)- ১৯৩৬ সাল - ভোট- ৫২৩; নিকটতম প্রার্থী- আলফ ল্যান্ডন (রিপাবলিকান)- প্রাপ্ত ভোট- ৮
৩৯. ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট (ডেমোক্রেটিক)- ১৯৪০ সাল - ভোট- ৪৪৯; নিকটতম প্রার্থী- ওয়েনডেল উইলকি (রিপাবলিকান)- প্রাপ্ত ভোট- ৮২
৪০. ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট (ডেমোক্রেটিক)- ১৯৪৪ সাল - প্রাপ্ত ভোট- ৪৩২; নিকটতম প্রার্থী- থমাস ই ডিউই (রিপাবলিকান)- প্রাপ্ত ভোট- ৯৯
৪১. হ্যারি এস ট্রুম্যান (ডেমোক্রেটিক)- ১৯৪৮ সাল - প্রাপ্ত ভোট- ৩০৩; নিকটতম প্রার্থী- থমাস ই ডিউই (রিপাবলিকান)- প্রাপ্ত ভোট- ১৮৯
৪২. ডিউইট ডি আইসেনহাওয়ার (রিপাবলিকান)- ১৯৫২ সাল - ভোট- ৪৪২; নিকটতম- এডলাই স্টিভেনশন (ডেমোক্রেটিক)- প্রাপ্ত ভোট- ৮৯
৪৩. ডিউইট ডি আইসেনহাওয়ার (রিপাবলিকান)- ১৯৫৬ সাল - ভোট- ৪৫৭; নিকটতম- এডলাই স্টিভেনশন (ডেমোক্রেটিক)- প্রাপ্ত ভোট- ৭৩
৪৪. জন এফ কেনেডি (ডেমোক্রেটিক)- ১৯৬০ সাল - প্রাপ্ত ভোট- ৩০৩; নিকটতম প্রার্থী- রিচার্ড নিক্সন (রিপাবলিকান)- প্রাপ্ত ভোট- ২১৯
৪৫. লিন্ড বি জনসন (ডেমোক্রেটিক)- ১৯৬৪ সাল - প্রাপ্ত ভোট- ৪৮৬; নিকটতম প্রার্থী- ব্যারি গোল্ডওয়াটার (রিপাবলিকান)- প্রাপ্ত ভোট- ৫২
৪৬. রিচার্ড নিক্সন (রিপাবলিকান)- ১৯৬৮ সাল - প্রাপ্ত ভোট- ৩০১; নিকটতম প্রার্থী- হুবার্ট হামফ্রে (ডেমোক্রেটিক)- প্রাপ্ত ভোট- ১৯১
৪৭. রিচার্ড নি·ন (রিপাবলিকান)- ১৯৭২ সাল - প্রাপ্ত ভোট- ৫২০; নিকটতম প্রার্থী- জর্জ ম্যাকগভার্ন (ডেমোক্রেটিক)- প্রাপ্ত ভোট- ১৭
৪৮. জিমি কার্টার (ডেমোক্রেটিক)- ১৯৭৬ সাল - প্রাপ্ত ভোট- ২৯৭; নিকটতম প্রার্থী- জোরার্ল্ড ফোর্ড (রিপাবলিকান)- প্রাপ্ত ভোট- ২৪০
৪৯. রোনাল্ড রিগান (রিপাবলিকান)- ১৯৮০ সাল - প্রাপ্ত ভোট- ৪৮৯; নিকটতম প্রার্থী- জিমি কার্টার (ডেমোক্রেটিক)- প্রাপ্ত ভোট- ৪৯
৫০. রোনাল্ড রিগান (রিপাবলিকান)- ১৯৮৪ সাল - প্রাপ্ত ভোট- ৫২৫; নিকটতম প্রার্থী- ওয়াল্টার মন্ডেল (ডেমোক্রেটিক)- প্রাপ্ত ভোট- ১৩
৫১. জর্জ এইচ ডাব্লু বুশ (রিপাবলিকান)- ১৯৮৮ সাল - প্রাপ্ত ভোট- ৪২৬; নিকটতম প্রার্থী- মাইকেল ডুকাকিস (ডেমোক্রেটিক)- প্রাপ্ত ভোট- ১১১
৫২. বিল ক্লিনটন (ডেমোক্রেটিক)- ১৯৯২ সাল - প্রাপ্ত ভোট- ৩৭০; নিকটতম প্রার্থী- জর্জ এইচ ডাব্লু বুশ (রিপাবলিকান)- প্রাপ্ত ভোট- ১৬৮
৫৩. বিল ক্লিনটন (ডেমোক্রেটিক)- ১৯৯৬ সাল - প্রাপ্ত ভোট- ৩৭৯; নিকটতম প্রার্থী- বব ডোল (রিপাবলিকান)- প্রাপ্ত ভোট- ১৫৯
৫৪. জর্জ ডাব্লু বুশ (রিপাবলিকান)- ২০০০ সাল - প্রাপ্ত ভোট- ২৭১; নিকটতম প্রার্থী- আল গোর (ডেমোক্রেটিক)- প্রাপ্ত ভোট- ২৬৬
৫৫. জর্জ ডাব্লু বুশ (রিপাবলিকান)- ২০০৪ সাল - প্রাপ্ত ভোট- ২৮৬; নিকটতম প্রার্থী- জন কেরি (ডেমোক্রেটিক)- প্রাপ্ত ভোট- ২৫১
৫৬. বারাক ওবামা (ডেমোক্রেটিক)- ২০০৮ সাল - প্রাপ্ত ভোট- ৩৬৫; নিকটতম প্রার্থী- জন ম্যাককেইন (রিপাবলিকান)- প্রাপ্ত ভোট- ১৭৩
৫৭. বারাক ওবামা (ডেমোক্রেটিক)- ২০১২ সাল - প্রাপ্ত ভোট- ৩৩২; নিকটতম প্রার্থী- মিট রমনি (রিপাবলিকান)- প্রাপ্ত ভোট- ২০৬
আমেরিকায় নির্বাচিত প্রেসিডেন্ট-এর স্ত্রী অফিসিয়ালি ফার্স্ট লেডির মর্যদা পেয়ে থাকেযদি এবারে হিলারী ক্লিনটন প্রেসিডেন্ট নির্বাচিত হন, তবে তার স্বামী আমেরিকার সাবেক প্রেসিডেন্ট (১৯৯২-২০০০)  বিল ক্লিনটন-এর অফিসিয়াল পদবী ও মর্যাদা কি হবে, তা নিয়ে বোধকরি হাউজ অব রিপ্রেজেন্টেটিভ বা সিনেটকে নতুন করে ভাবতে হবে
২৭ আগস্ট ২০১৬