শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৫

গতিহীন মনশীলতা

গতিহীন মনশীলতা
নুরুল্লাহ মাসুম

ফাগুন এলো আবারÑ রাজকীয় ঢঙে
দেশ উত্তাল; রক্তাপ্লুত রাজপথ
হিংসা-হানাহানি; বিভ্রান্ত মানবতা
অস্থির সকলে, দিক নির্দেশনার আকাল
পথহারা নাবিক, কম্পাস তার অচল
গতি অবিরতÑ বাধাহীন

দখিনা হাওয়া মনে দেয় দোলা
আশাÑ পথ ফিরে পাবার
তথাপি উদ্রভ্রান্তÑ নিজের কাছেই বাঁধা
ভিন্ন রূপে; গতিরোধ করে মননশীলতা

{১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি লেখা কবিতা; 
সময় কেটে গেছে অনেক, পরিস্থিতি বদলায় নি একটুও}

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৫

স্থির নিরবধি ধ্রুব

স্থির নিরবধি ধ্রুব
নুরুল্লাহ মাসুম

নীল আকাশ কৃষ্ণবর্ণ ধারণ করে বোঝাতে চায়
স্বীয় সপ্তস্তরেই রয়েছে অব্যক্ত বেদনার সুর
ধরাতল থেকে প্রকৃতি তা বোঝে না কখনো
তার বোঝার কোন উপায়ও নেই

মাঘের শেষে কনককনে ঠান্ডা হাওয়া উধাও হয় যখন
প্রকৃতি দীর্ঘশ্বাস ফেলে হুতাশ করে কেবলই
কালো মেঘে ঢাকা আকাশ ওকে শান্তনা দেয়
অঝোরে নেমে আসা জলধারা ভরে নদী

তমসাবৃত আসমান ফিরে পায় নীল চাদর
হিমালয় থেকে আসে শীতল বায়ু তীব্র গতি নিয়ে
নীল আসমানে জ্বল জ্বল করে হাসে অগণিত তারকা
ছুটে চলে নিহারিকা, ধূমকেতু, পতন হয় উল্কার
                                                তবু স্থির রয় ধ্রুব

এবার প্রকৃতি হাসে, অসহনীয় হিমে কাতর হয়েও
পুলকিত মন তার,  ধ্রুব রয়েছে হেথা
সাত আসমানের যত কালিমা, ছায়াপথের ধূলিকণা
ধ্রুবকে স্থানচ্যুত করে নি, করতে পারে নি;
ভীষণ খুশী হয়, প্রকৃতি যখন জানতে পারে
                                                ধ্রুব স্থানচ্যুত হবার নয়।

মিরপুর, ঢাকা
২৩ ০১০২ জানুয়ারি ২০১৫