রবিবার, ২৮ ডিসেম্বর, ২০১৪

আশার ভুবনে

আশার ভুবনে

নুরুল্লাহ মাসুম


যন্ত্রণার শেষ দেখনিদেখতে চাও
চলে এসো হিমালয়ের পাদদেশে- একাকী;
দেখবেরিক্ত হস্তে ধ্যানমগ্ন ঋষি বসে হেথায়
নিরস্ত্র-নিরন্ন তবু হতাশা বিহীন এক তান্ত্রিক
নিরবধি কালোত্তীর্ণ মহাপুরুষ- মুক্ত বিহঙ্গে
অবারিত পদচারণায়- কি প্রশান্তি তার মনে!

অবগাহন করবুঝতে পারবে মুক্তি স্বাদ কত মধুর
না পাওয়ার কি যে প্রশান্তি- বুঝতে চেষ্টা কর

হারাবার মাঝেও প্রশান্তির বারতাকত মধুর
বুঝতে পারছউত্তর যদি না বোধক হয়
ফিরে যাও লোকালয়েবিরক্ত করো না তাকে

প্রবল বর্ষণে-কর্ষণে প্রশান্তি যদিবা আছে
প্রচন্ড খরার শান্তির রূপ ভিন্নবুঝতে হবে
ব্যর্থতা তোমারশুধরে নাও। দেখপ্রকৃতির নবরূপ;
এখনও কি বোঝ নিতবে ফিরে যাও লোকালয়ে

বিরক্ত করোনা ধ্যানমগ্ন ঋষিকে ক্ষণিকের তরে
স্বল্পবসনা নিরন্ন ঋষিকে থাকতে দাও বিব্রতহীন
অনাহুত কামনায় তাকে ডেক নাভেঙ্গোনা তার ধ্যান
অনাদিকাল থাকতে দাও তাকেপ্রকৃতির মাঝে
ফেরাবে যদিভাঙ্গবে ঈশ্বরের মনগড়বে কে নতুন ভূবন?