বুধবার, ৫ এপ্রিল, ২০১৭

ভেসে চলা নিরন্তর

ভেসে চলা নিরন্ত

নুরুল্লাহ মাসুম


কালো দীঘল কেশ যখন চিরহরিৎ
শুভ্র সিঁথি হয় হালকা বাদামী
চিরল পাতাগুলো আমার সামনে
চির যৌবনা ললনা; প্রেরণার উৎস

ছুটে চলে অবিরাম সরল রেখায়
এতটাই মুগ্ধ, বুঝতে বিলম্ব হয়
ওর পথচলা আমার আমার বিপরীতে
মনটা ভেঙ্গে গেলেও- পুলকিত হই

উন্মুক্ত গগণে তাকিয়ে ব্যস্ত যখন
ভুলে যাই পথচলা; তাকিয়ে দেখি
পিঁচঢালা পথ নয়; চলমান জলরাশি
কম্পমান বিশালদেহী রাজহংসী আমার বাহন

ছুটেচলি অবিরাম- তুমি, আমি, আমরা
নানা বর্ণের নানা জাতের একঝাঁক পাখি
ক্ষণিকের রে মিলেমিশে একাকার
ছুটে চলি দুর্নিবার- অনন্ত চিত্তকর্ষক ছন্দে