মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭

ধাবমান ঘূর্ণি অথবা একটা পায়রা

ধাবমান ঘূর্ণি অথবা একটা পায়রা



ছুটে চলে অবিরাম যাযাবর বিহঙ্গ
একাকী; যদিবা ডানার শ্বেত পালকে
কৃষ্ণ-বিবর তো আছেই

দলছুট হতে হয়; অবারিত সুযোগের মাঝেও
ক্লান্তি ছুঁতে পারে না ওকে
ছুঁটে চলে অবিরাম; কাল-বোশেখী
হেথায় নীরবে অশ্রু ঝরায়

বিস্তীর্ণ সবুজের কোলাহল তো রয়েছে
আছে নীলের অবারিত বিস্তার;
নেই বসন্তের পাগলা হাওয়া
তবু, ছুঁটে চলা অবিরাম

অবাক বিষ্ময়! ধাবমান পায়রার গতিতে
চমকিত! এ গতি কেন নেই আমার?
দলছুট যদিবা, কোথায় হারায় গতি
এমন গতির উস কি, কোথায়?

খুঁজে ফিরি আনমনে
একা; দূর দিগন্তে-
ওই শ্বেত পায়রার মতো

১৬ ১৮৫৩ এপ্রিল ২০১৭
ইস্টার্ন প্লাজা, ঢাকা