রবিবার, ২০ অক্টোবর, ২০১৩

সুখের সন্ধানে

সুখের সন্ধানে

নুরুল্লাহ মাসুম


স্পর্শ বিহীন সুখ পেয়েছ কি কখনো
শান্তির এমন নহর দেখেছ কি কোথাও
হাস্যকর কাল্পনিক এমন সুখ

নীলিমায় নীল, দিগন্তে রঙিন আভা
লক্ষ যোজন ব্যবধানে ভাসমান
শ্বেতশুভ্র মেঘমালা,ভাসছে অবিরত
ধরণীর বুকে তুমি আমি এবং কেউ কেউ
বিমোহিত;আহ্লাদিত। অথচ দেখ
এদের কারো সাথে কারো স্পর্শ নেই
নেই কোন উত্তেজনার সংস্পর্শ।

আষাঢ়ের মেঘে ভিজে একাকার হয়ে
যা তুমি পেলে, শরতে না ভিজেও
কেবলি দর্শনে মেলে অপার সুখ; বর্ষণ
তোমায় স্পর্শ দিলেও,শরতের শুভ্র মেঘ
শুধুই অনুভূতির ছোঁয়া দেয় মনে
কে বলে,সুখের জন্য চাই শুধুই স্পর্শ!

ইস্টার্ন প্লাজা, ঢাকা
২৯ ১৯২৫ জুলাই ২০১৩

বহমান ধারা

বহমান ধারা

নুরুল্লাহ মাসুম

স্থবির নয় এ ভূবন, চলমান সকল যুগেই
পথ চলতে হয় তাল মিলিয়ে, নিয়ম বলে তাই
তিক্ততা রইবে সহচর, তবু ধাবমান- যেন গ্যালাক্সি।

সাহসে ভর করে যোগ্যতার মাপকাঠিতে এগুতে হয়
লঙ্কা হোক গন্তব্য;  সাথী না হোক রাবন
মানব জীবন গড়তে হবে;  চাইব না দানব জীবন।

আশা-নিরাশার দোলাচলে হারাই না যেন কভু
উত্তরের বিশাল হিমালয় হয় যেন দিক-নির্দেশক
আগামীর চেতনা হোক সদা জাগ্রত;  নৈরাশ্যবাদ নয়
লক্ষ্যভেদী হতে হবে- পথ হোক না তীর্যক সেথায়।

শঠতার শৃখল ভাঙ্গলে তুমি; গড়তে ভবিতব্য
ফিরবে শান্তি মনোজগতে;  দেখালে যে পথ তুমি।

ইস্টার্ন প্লাজা, ঢাকা
২৪ ১৬১৫ সেপ্টেম্বর ২০১৩ খৃষ্টাব্দ

রবিবার, ৬ অক্টোবর, ২০১৩

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে অভিনন্দন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে অভিনন্দন


মহামন্য হাইকোর্টের জারী করা রুল এর প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের সকল প্রাথমিক বিদ্যালয় থেকে ১০ (দশ) টাকা হারে স্কাউট ফি আদায় বন্ধ রাখার নির্দেশনা প্রদান করে সকল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে পরিপত্র জারি করায় অভনন্দন জানাচ্ছি

আমরা আশা করবো, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরও মহামান্য হাইকোর্টের রুলের প্রতি শ্রদ্ধা জানিয়ে অতি শীঘ্র ব্যবস্থা নেবে। এবং বাংলাদেশ স্কাউটসও রুল মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।