রবিবার, ২০ অক্টোবর, ২০১৩

বহমান ধারা

বহমান ধারা

নুরুল্লাহ মাসুম

স্থবির নয় এ ভূবন, চলমান সকল যুগেই
পথ চলতে হয় তাল মিলিয়ে, নিয়ম বলে তাই
তিক্ততা রইবে সহচর, তবু ধাবমান- যেন গ্যালাক্সি।

সাহসে ভর করে যোগ্যতার মাপকাঠিতে এগুতে হয়
লঙ্কা হোক গন্তব্য;  সাথী না হোক রাবন
মানব জীবন গড়তে হবে;  চাইব না দানব জীবন।

আশা-নিরাশার দোলাচলে হারাই না যেন কভু
উত্তরের বিশাল হিমালয় হয় যেন দিক-নির্দেশক
আগামীর চেতনা হোক সদা জাগ্রত;  নৈরাশ্যবাদ নয়
লক্ষ্যভেদী হতে হবে- পথ হোক না তীর্যক সেথায়।

শঠতার শৃখল ভাঙ্গলে তুমি; গড়তে ভবিতব্য
ফিরবে শান্তি মনোজগতে;  দেখালে যে পথ তুমি।

ইস্টার্ন প্লাজা, ঢাকা
২৪ ১৬১৫ সেপ্টেম্বর ২০১৩ খৃষ্টাব্দ

কোন মন্তব্য নেই: