বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৫

নতুন করে ভাবতে হবে: পর্ব-২২

পর্ব-২২

শেষ হলো শারদীয়ার ১৯ বছরের পথচলাচলতি সংখ্যাই শারদীয়ার ১৯ বছরের শেষ সংখ্যাপরবর্তী সংখ্যা হবে ২০ বছরের প্রথম সংখ্যাকেমন ছিল আমাদের এই দীর্ঘ পথচলা? হিসাবের খাতা মিলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে অবিরতবিগত শতকের নব্বইয়ের দশকের মাঝামাঝি শুরু হয় শারদীয়ার যাত্রাযাত্রাপথ যে মসৃন ছিল না, তা অকপটে স্বীকার করে নিচ্ছিসদ্যজাত শিশুর পথচলা যেমনটি হয়, আমাদের অবস্থাও ছিল তেমনিশারদীয়ার যাত্রার সময়টাতেই শুরু হয় অন্তর্জালের (ইন্টারনেট) দিগ্বিজয়ী অভিযাত্রাসেই সাথে মুদ্রণ জগতের ক্রমবর্ধমান অগ্রযাত্রাও ঘটেসরকারের ইতিবাচক পদক্ষেপের কারণে কম্পিউটার হয়ে ওঠে প্রত্যেকের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশশুরু হয় অনলাইন মিডিয়ার দিগ্বিজয় বেসরকারী টেলিভিশন চ্যানেলের অভিযাত্রার শুরুটাও সে সময়েফলত জনমানুষের কাছে সাপ্তাহিক পত্রিকা হয়ে ওঠে নিরানন্দের একটি উপকরণএকটা সময় ছিল মানুষ কেবলই দৈনিক পত্রিকা নির্ভর ছিল; সাপ্তাহিক পত্রিকা ছিল সহযোগী- অবসর সময়ের সঙ্গীইলেক্ট্রনিক মিডিয়ার কারণে বিশ্বের বহু দেশের মত এদেশেও বেশ কয়েকটি দৈনিক বন্ধ হয়ে যায়অনেকেই মুদ্রিত পত্রিকার পরিবর্তে অন্তর্জালের পত্রিকার (ওয়েব বেজড নিউজ পোর্টাল) ওপর নির্ভরশীল হয়ে ওঠেনতখন আমরা দেখতে পাই এক সময়ের জনপ্রিয় বাংলা সাপ্তাহিকগুলো একে একে বন্ধ হয়ে যায়বর্তমানকালে যে সকল দৈনিক টিকে আছে দোর্দন্ড প্রতাপের সাথে, সবগুলোই কর্পোরেট ব্যবসার অংশ হিসেবেএমনি বিশ্ব পরিস্থিতিতে একান্ত পেশাজীবীদের নিয়ে সাপ্তাহিক পত্রিকা প্রকাশ অব্যাহত রাখা নিদারুন এক কষ্টের বিষয় হয়ে উঠেছেতবু আমরা টিকে আছি- গতানুগতিক বংশ পরিচয় ধরে রাখার মত করে
পত্রিকা প্রকাশের মূল চালিকাশক্তি বিজ্ঞাপন, যা আমরা কখনোই ন্যূনতম চাহিদা মোতাবেক পাই নিসঙ্গত কারণে শারদীয়ার অবয়ব বলিষ্ঠ হয় নিএরপরেও শারদীয়ার পাঠক-লেখকদের অব্যাহত ভালবাসায় আমরা অতিক্রম করেছি ১৯টি বছরআগামী দিনগুলোতেও হয়তো এভাবেই পথ চলতে হবেআশার কথা শারদীয়ার নিয়মিত পাঠক সংখ্যায় নগন্য হলেও দিনে দিনে বাড়ছে; বিশেষত সাহিত্য-সংস্কৃতির অঙ্গণে শারদীয়ার পদচারণা আগের থেকে অনেক বলিষ্ঠ নিঃসন্দেহেসাহিত্য পরিসেবায় কাব্যলোক নিয়ে শারদীয়া এখন বেশ ভাল অবস্থানে রয়েছেআমরা এখন গর্ব করে বলতে পারি, ইলেক্ট্রনিক মিডিয়া এবং ওয়েব বেজড পোর্টালের এই দারুন প্রতাপের মাঝেও পাঠক এখনও শারদীয়ার মত একরঙা পত্রিকা গ্রাহক চাঁদাদিয়ে পড়ছেনআমরা সাধুবাদ জানাই শারদীয়ার পাঠকদেরতাদের অকুণ্ঠ ভালবাসার জন্যই শারদীয়া এমন বৈরী পরিবশে টিকে আছে; থাকবে
দলচর্চা এবং দলবাজীর যুগে থেকেও শারদীয়া এখনও নিরপেক্ষতা বজায় রাখতে পেরেছে- এটাও তো কম কথা নয়শারদীয়া এখনও জনতার কথা বলে, সাধারণ মানুষের কথা বলেঅন্যায়ের প্রতিবাদ করেসরকার বা বিরোধী দল- কারোর লেজুরবৃত্তি না করে সকলের ভাল কাজের প্রশংসা করে এবং তাদের যে কোন মন্দ কাজের সমালোচনা করেএখানেই শারদীয়ার পথচলা সার্থক
শারদীয়া আরেকটি কাজ করে যাচ্ছে নীরবে- নতুন লেখক তৈরীর কাজআজ আমরা গর্বভরে বলতে পারি, শারদীয়ায় সাংবাদিকতার হাতেখড়ি নিয়ে অনেক মফস্বল সংবাদদাতা নিজ নিজ এলাকায় এখন সাংবাদিক নেতাঅনেকে নিজ এলাকায় প্রেসক্লাব বা সাংবাদিক সংগঠনের প্রতিষ্ঠাতাকেউবা নিজেই এখন মাসিক বা সাপ্তাহিক পত্রিকার প্রকাশক সম্পাদকএটাই শারদীয়ার সব থেকে বড় প্রাপ্তিসকলের ভালবাসা সাথে নিয়ে শারদীয়া আগামী দিনের পথচলা অব্যাহত থাকবে, এমনটা আশা আমরা করতেই পারি
২৪-০৭-২০১৫