শনিবার, ২৪ জানুয়ারী, ২০১৫

বেলা শেষের ভাবনা

বেলা শেষের ভাবনা

নুরুল্লাহ মাসুম



হয়তো তাদেরই জন্যে
হয়েছিনু একদা হন্যে
ভেবেছিনু বলবে সবাই ধন্য
বেলা শেষে মনে হয়
            আমি অতি এক নগন্য

জানিনে সে পথ চলা
ছিলেম কেবলই উতলা
ফলটা হয়নি সুফলা
বেলা শেষে মনে হয়
            আমি কি এতই নিঃস্ফলা!

ভাবনার অতলে হারিয়ে
ভাবছি সকলে দিল ফিরিয়ে
চলতে হবে পথচাকা ঘুরিয়ে
বেলা শেষে মনে হয়
            হয়তো আমি গেছি ফুরিয়ে