রবিবার, ২০ অক্টোবর, ২০১৩

সুখের সন্ধানে

সুখের সন্ধানে

নুরুল্লাহ মাসুম


স্পর্শ বিহীন সুখ পেয়েছ কি কখনো
শান্তির এমন নহর দেখেছ কি কোথাও
হাস্যকর কাল্পনিক এমন সুখ

নীলিমায় নীল, দিগন্তে রঙিন আভা
লক্ষ যোজন ব্যবধানে ভাসমান
শ্বেতশুভ্র মেঘমালা,ভাসছে অবিরত
ধরণীর বুকে তুমি আমি এবং কেউ কেউ
বিমোহিত;আহ্লাদিত। অথচ দেখ
এদের কারো সাথে কারো স্পর্শ নেই
নেই কোন উত্তেজনার সংস্পর্শ।

আষাঢ়ের মেঘে ভিজে একাকার হয়ে
যা তুমি পেলে, শরতে না ভিজেও
কেবলি দর্শনে মেলে অপার সুখ; বর্ষণ
তোমায় স্পর্শ দিলেও,শরতের শুভ্র মেঘ
শুধুই অনুভূতির ছোঁয়া দেয় মনে
কে বলে,সুখের জন্য চাই শুধুই স্পর্শ!

ইস্টার্ন প্লাজা, ঢাকা
২৯ ১৯২৫ জুলাই ২০১৩

কোন মন্তব্য নেই: