শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৩

তারে আমি চোখে দেখিনি

তারে আমি চোখে দেখিনি

নুরুল্লাহ মাসুম


ডাক সাইটে মানুষ তিনি- ভেবে নিতে হয়
কথকতায় বুঝে হবে- ভেবে চিন্তে নয়
তাবত কথা বললে মুখে- ভাবনা নাহি রয়
রপ্ত তিনি করেছেন জানি- আর ভাবনা নয়।

সুন্দর একটা মনের মানুষ- কতটুকুই আর জানি
রাত-দিন লেখার মাঝে- ডুবে থাকেন তিনি
ইশারাটা দিতেন যদি একটু- খুঁজে পেতাম জানি
আসল রূপে পেতাম তাকে- সবাই তুমি আমি।

হেরিনু তাকে কখনোই আমি- দুঃখ রয়ে গেল
লেলিহান শিখা সদা উর্ধমুখী- সকলেই তাকে পেল
নতুন ভোরে মিলবে দেখা- আশাটা রয়েই গেল।

কোন মন্তব্য নেই: