শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৩

নিশি যাপিত গৌরী

নিশি যাপিত গৌরী

নুরুল্লাহ মাসুম


তোমার সুতীব্র চিৎকারে যখন
আমার সুকুমারবৃত্তি সমাধিস্থ হয়-
তুমি তখন পর্বতশৃঙ্গে নৃত্যরত ভৈরবী

তোমার অহেতুক হেয়ালীপনায় যখন
আমার শান্ত মন ক্রমাগত অশান্ত হয়-
তুমি তখন পদ্মজলে কেলীরত নন্দিনী

তোমার অবজ্ঞাভরা আচরণে যখন
আমার সৃষ্টিশীলতা গুমরে কাঁদে-
তুমি তখন কৈলাশে ভ্রমণরত পার্বতী

তোমার ভ্রান্ত পদক্ষেপে যখন
আমি কেবলই চিন্তামগ্ন হয়ে উঠি-
তুমি তখন শরতের মেঘভরা নিশ্চিন্ত শর্বরী

তোমার গগণ অবারিত হয় যখন
আমার ভাবনার কিনারা হয় সংকুচিত-

তুমি তখনও নিষুপ্ত নিশি যাপিত গৌরী

কোন মন্তব্য নেই: