শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৩

চলে এসো

চলে এসো
নুরুল্লাহ মাসুম

স্বেচ্ছা মৃত্যুবরণকেই বলে আত্মহনন
সে আমি জানি, বিশ্বাস হয় না
তোমার মত বন্ধু সে পথে যাবে
ধরাধাম তোমার কাছে এতটা
বিমর্ষ, তা বুঝিনি কখনো
অথবা বোঝাতে পারনি আমায়
তোমার দুঃখবোধ কতটা গভীর

অবাক হই, শান্ত পদক্ষেেপে
স্থিরচিত্তে তুমি এগোচ্ছ সেই পথে
যেথায় তুমি একেবারেই বেমানান!
আমি বিমূঢ়, নির্বাক; ভাষাহীন
তোমায় বোঝাতে অক্ষম, তবু
বলবো, ফিরে এসো- নবজীবন
তোমার জন্য অপেক্ষা করছে,
ধরাধাম আজো বিবস্ত্র হয়নি
তোমায় রক্ষা করতে অক্ষমও নয়-
আজো কেউ কেউ আছে, তোমার
অপেক্ষায়- দিনমান প্রতীক্ষায়;
ফিরে এসো বন্ধু, হাত পেতে আছি
প্রাণভরে নিঃশ্বাস নিতে চেষ্টা কর-
নীলিমায় অম্লজানের অভাব নেই
কেবলই প্রয়োজন তোমার সদিচ্ছা
হতাশা কেন? অনুঘটকের উপস্থিতি
তোমায় কি অনুপ্রাণিত করে না?
তুমি কি প্রচেষ্টার শেষ সীমানায়
চলে গেছ মনে হয়?
তোমার ধারণা ভুল; আবারো
ভেবে দেখ নীরবে-নিভৃতে- একাকী
নীল দিগন্তে চেয়ে দেখ-
সকালটা কত সুন্দর, কত মিষ্টি রোদ
রাতের নীলিমায় হাসকে তারকা
তুমি কি হাসতে পার না আরেকবার?
নীল সাগরে শুভ্র দন্ত দেখতে
কত না সুন্দর! দেখনি কি তুমি?
এসো, আমি তোমায় দেখাবো
প্রাণভরে প্রকৃতি ভালবাসবো দুজনে
ধরণী হাসবে, আমরা পথ চলবো-
নিয়তি মেনেই চলবে তুমি
বাঁধা দেবার কেউ থাকবে না;

চলে এসো বন্ধু, প্রসারিত হাত ধরে

কোন মন্তব্য নেই: