শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৩

দীপ্যমান কাঠিন্য

দীপ্যমান কাঠিন্য

নুরুল্লাহ মাসুম



কষ্টের কাঠিন্য চারিধারে
বেঁধেছে আমায় আষ্টেপৃষ্ঠে
পালাবার পথ নয় দৃশ্যমান
নিঃশ্বাসে-প্রশ্বাসে কাঠিন্য
চাপা বেদনা হৃদয়ের ভেতর
দৃষ্টি ঝাপসা হয়ে থাকে দিনমান
অন্তর্দৃষ্টিও যেন থমকে যায়
খুঁজে পায় না নতুন পথ
ভাবনার অতলে তলাতে হয় সারাক্ষ
পশ্চিমের রক্তিম আভা
হয় ম্রিয়মান পূবালী হাওয়ায়
উত্তর দক্ষিণ করে আরো বেশী অভিমান
প্রকৃতি রূপ বদলায় অহরহ
ধ্রুব তারা আজো স্থির
আষাঢ়ের ডামাডোলে নেই তার কোন স্থান
তবু হারাবার নয়, ধ্রুব
জাগরুক চিরভাস্মর গগণে

কেউ না দেখলেও- সে দীপ্যমান

কোন মন্তব্য নেই: