শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৩

স্বপ্নলোকের বাউণ্ডুলে

স্বপ্নলোকের বাউণ্ডুলে

নুরুল্লাহ মাসুম


হাসিতে তার মুক্ত ঝরে- শ্রাবণ ধারা যেন
জানতে আমি পারিনি তো- এমন হলো কেন
কুসুম কানন প্রস্ফুটিত- হৃদয় মাঝে যেন

সিন্ধু পাড়ের কন্যা ওগো- মন মাতানো গান
হাবেলী তার বড়ই ভাল- শুধুই কলতান
হেসেই আমি গাইতে থাকি- শুধুই সারিগান

নাইবা পেলাম দেখা কন্যার- নেইকো অভিমান
নয়ন জুড়ে উঠবে আমার- আশার আলোড়ন
লীলায়িত বদন তোমার- দেখবো সারাক্ষ

কোন মন্তব্য নেই: