শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৩

সীমাহীন কথকতা

সীমাহীন কথকতা

নুরুল্লাহ মাসুম


সারি সারি শাড়ী আছে দোকানে
ভাল লাগে না মোটেই দেখতে সেখানে
নেমে আয় শাড়ী- জড়াতে ললনায়
অপূর্ব রমনী- জড়িয়ে শাড়ী আর গহনায়

গতরেতে শাড়ী বৃষ্টি ভেজা ললনা
বিধাতার সেরা দান- করে শুধুই ছলনা
ভরে নিয়ে প্রাণ-মন দিশেহারা নরকূ
ঠাঁই নেই কোথায়ও- বাদ নেই দেবকূ

দর্শনে পার্বতী তান্ডব ছেড়ে শান্ত শীব
দশভজা দেবার সহায়- ভয়ংকর অতীব
অসুর বধেও তিনি জড়িয়েছেন লম্বা শাড়ী
হাতে না লয়ে শাড়ী- ঘরে কেমনে ফিরি?

জগৎ ভ্রমিয়া দেখিলাম বিচিত্র সব নারী
বাঙালার সরলা শাড়ী বসনে- যেন আসমানী পরী
আধুনিকতার ছোঁয়া লাগুক না যত
শাড়ী বিনে ললনা- দেয় মনে ক্ষত

শাড়ীর বন্দনা তাই
আমি করে যাই
যার যা খুশী বলুক
উল্টো পথে চলুক
শাড়ী বিনে চাই না নারী
চাই শান্তি প্রিয় একটা বাড়ী


কোন মন্তব্য নেই: