বুধবার, ২৪ এপ্রিল, ২০১৩

আষাঢ়ের শুক্লপক্ষ


নুরুল্লাহ মাসুম


প্রায় ফাঁকা মানিক মিয়া অ্যাভিন্যুর পূর্ব প্রান্তে রিক্সা থেকে নামে সুজনভাড়া মিটিয়ে দিয়ে খামার বাড়ির পশ্চিম প্রান্তে বা খেজুর বাগানের দক্ষিণ প্রান্তে অথবা সংসদ ভবনের দক্ষিণ-পূর্ব প্রান্তে দাঁড়িয়ে সিগারেটের প্যাকেট থেকে একশলা সিগারেট বের করে ঠোঁটে লাগায়দেশলাই খুঁজতে গিয়ে ঝামেলা হয়প্যান্টে গোটা চারেক পকেট থাকলেও কোথায়ও দেশলাই পেল না সেবুক পকেটে হাত দিতে গিয়ে মনে মনে একচোট হেসে নেয়- গায়ে টি-শার্ট- পকেট থাকবে কি করে! বুঝলো, বেটা দেশলাই কখন হয়তো গলে বেরিয়ে গেছে পকেট থেকে- কোরবানীর এই দিনে সুজনের পকেটে নিঃস্পৃহ হয়ে থাকাটা ওর হয়ত ভাল লাগেনি
অন্যান্য দিনের মত গলায় গামছা জাতীয় কিছু দিয়ে ঝুলিয়ে ছোকরা টাইপের সিগারেটওয়ালাদেরও দেখা মিলছে নাসুজন বোঝে- সিগারেট বিকিকিনিতে যে লাভ হবে তার থেকে কোরবানীর মাংস কালেকশনে লাভ ঢের বেশীখানিকটা সময় কেটে গেলেও ওর মুখের সিগারেটে অগ্নিসংযোগ হলো নাঅগত্যা কিছুটা এগুতে হলো- অবশেষে মিললো
সুজনের জীবনটাই এমনি করে কাটছেসকল সমস্যার সমাধান হয়ে যায় ঠিক পৌনে বারটাবাজার পরে
জীবন্ত সুজনের মুখাগ্নি ঘটার পর আয়েশ করে টান দিয়ে পাঞ্জাবীদের মত লম্বা নাকের ততধিক সরু নাসিকা ছিদ্র দিয়ে গোয়ালন্দ থেকে খুলনাগামী স্টিমারের চিমনির মত ধোঁয়া ছেড়ে  স্বস্তি অনুভব করে সে; যদিবা এ চিমনির রঙ কালো নয়, শ্বেত-শুভ্র
আনমনে হাটতে তাকে সুজনসংসদ ভবনের উত্তর-পূর্ব কোনে এসে মন্ত্রীবাহী গাড়ীর বহরের হুইসেল শুনে মেজাজটা খিঁচ্ড়ে যায়কোরবানীর ঈদে নয় কেবল; বছরে দুটো ঈদের ছুটিতে ঢাকা যখন একেবারেই ফাঁকা হয়ে যায়, যখন ফাঁকা মহানগরীকে সত্যিকার বসবাসের উপযুক্ত মহানগরী বলে মনে হয়; তেমনি সময়ে ফাঁকা পথে মন্ত্রীবাহী গাড়ীর এই আর্তচিকার অসহনীয় লাগেদাঁড়াতে হয় তাকে; ফুটপাথ ঘেঁষেসামনে দিয়ে যে গাড়ীটা গেল- পরিস্কার বোঝা গেল, এটা প্রধানমন্ত্রীর গাড়ীর বহন নয়তবু গাড়ীর বিদঘুটে হর্ন বেজেই চলেছেসুজনের মনে হচ্ছে জবাইয়ের আগে পশু যেভাবে আর্তনাদ করে; তেমনি শব্দ করে চলে গেল ভিআইপি গাড়ীবহর
এরপর প্রায় বিনা বাঁধায় সে পথ চলেছে- অবশ্য নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে; রাস্তার বাম দিকের ফুটপাথ ধরেআইন বলে- রাস্তার ডান দিকে চলবে মানুষ- বায়ে যান্ত্রিক বহরকথাটা মনে হতেই হাসি পায় তারসে কি আসলেই মানুষ; না কি যান্ত্রিক কিছু একটা!
যান্ত্রিক কিছু একটা না হলে সে যন্ত্রের মত জীবনের চারটা দশক পার করলো কি করে! বাবা-ঠাকুর দার দেয়া সুজন গাঙ্গুলী নামটা বদলে ফেললো কি করে? পাঠক, জেনে নিন- আলোচ্য সুজন এক সময়ে ছিলো- সুজন কে গাঙ্গুলীবাংলায় লিখতো সুজন কুমার গঙ্গোপাধ্যায়যখন থেকে সে বুঝতে শিখেছে- মানব ধর্মের চেয়ে বড় কিছু নেই; তখন থেকে সে হয়ে গেছে সুজন; কেবলই সুজনইউরোপীয় কায়দায় তার ফার্স্ট নেম আর লাস্ট নেম বলে কিছু থাকলো নাফলে ইদানিং অনলাইনে কোন তথ্য ফরম পূরণ করতে গেলে; শেষতক তার নাম দাড়ায় সুজন সুজনফার্স্ট আর লাস্ট নেম একটাইমিডেল নেম এর কোন অপশনতো আর ম্যান্ডেটরী নয়ফলে নেটের বন্ধুরা বেশ আগে থেকেই তাকে সম্বোধন করে সুজন স্কয়ারবলে
এই সুজন কে গাঙ্গুলী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে ভালবেসে, জাত-পাত খুইয়ে একটি উচ্চ বংশীয় মুসলিম মেয়েকে বিয়ে করেছিলজাত-পাত নিয়ে সুজনের কোন দুঃশ্চিন্তা ছিল না বলেই খুব সহজে বাবা-মায়ের অমতে সানজিদা চৌধুরীকে নিয়ে ঘর বেঁধেছিলবিষয়টা মনে হতেই পাঞ্জাবী নাকের সরু ছিদ্র দুটো দিয়ে ঠান্ডা বায়ু নির্গত হয়; হৃদপিন্ডের নীচে হালকা একটা চাপ অনুভূত হয় তার
তালতলার কাছে আসতেই একটু ঝামেলার মত মনে হলসারিবদ্ধ প্রাইভেট কার দাড়িয়ে- গ্যাস নেয়ার জন্যছুটির দিনে, বিশেষ করে ঈদের ছুটিতে ঢাকা যখন একেবারেই ফাঁকা তখন এই সারিবদ্ধ গাড়ী দেখতে খুবই বেমানান লাগছে।  ওই জায়গাটুকু অতিক্রম করতে গিয়ে মনে মনে গালি দেয় গাড়ী চালকদেরআজ ওরা যেন সবাই রিক্সা চালক; দুটো গাড়ীর মাঝখানে যে পরিমান ফাঁকা থাকার দরকার, তা নেইসুজন ভাবে নিশ্চয়ই এ সব চালক পেশা হিসেবে শুরুতে রিক্সা চালনাকেই বেছে নিয়েছিল
রোকেয়া সরণিতে ব্লু লেগুন বলে একটা নামী রেস্তোরাঁ রয়েছে- আগারগাঁ ও মিরপুরের সঙ্গম স্থলেবহু বছর আগে ঐ রেস্তোরাঁর ধারে কাছে কোন ভবন ছিল না; এমনকি রেস্তেরাঁটাও ছিল জলাশয়ের ওপরে মোটা মোটা পিলারের ওপরেভরা বর্ষায় বেশ ভাল লাগতো সেখানে বসতেসুজনও দুএকবার সেখানে বসে পর্যটনের স্বাদ নেয়ার চেষ্টা করেছেঅবশ্য সে সময়ে রোকেয়া সরণিতে যানবাহনের চাপ এতটা ছিল নাসেই রেস্তোরাঁর কাছে আসতেই পুরানো দিনের কথা ষষ্ঠ ঈন্দ্রিয়ে ভর করে তাররাস্তার পাশে দাঁড়িয়ে পশ্চিমাকাশ দেখার ব্যর্থ চেষ্টা করে সেআশ-পাশের উঁচু ভবনগুলো মুখ বাঁকিয়ে ওর দিকে তাকায়; ফলত তার মনে হয় কিছুটা হলেও তার শরীরে ঘাম জমেছেমনের রঙ সবসময় ছয়টা থাকে নাএক্ষণে ওর মনে হলো পিঠের মধ্যখানে- যেখানে শীর দাড়া রয়েছে- সাধু ভাষায় যাকে বলে মেরুদন্ড; ওখানটায় ঘামের স্রোত বইছেঅভ্যেস বা বদ-অভ্যেস, যা-ই হোক না কেন হাতটা পেছনে নিয়ে টি-শার্টের ভেতরে চালান করে ঘাম মুছে ফেলার চেষ্টা করতেই- খিল্ খিল্ করে কচি নারী কণ্ঠের হাসি কানে ভেসে অসেতাকিয়ে দেখে, চৌদ্দ-ষোল বছরের দুটি মেয়ে হাসতে হাসতে তাকে অতিক্রম করে এগিয়ে চলছে এবং একে অপরকে বলছে:
-চুপ, শুনতে পাবে
চুপ করেনি কেউই; বরং দুজনে পেছন ফিরে আরেকবার সুজনকে দেখে নিয়ে দ্রুত পথ চলতে তাকে
চল্লিশোর্ধ সুজনের খোলা পৃষ্ঠদেশ দেখে ওরা যখন হাসে- পুলকিত হয়; তখন কিশোরী বা যুবতীর উন্মুক্ত পৃষ্ঠদেশ এক যুবক বা প্রৌঢ়ের কাছে মহা আনন্দের বিষয় হবে; তাতে দোষের কি! সুজন নিজেও কি দেখেনি বা দেখার চেষ্টা করেনি কখনো?
নারী পুরুষের এই আকর্ষণ চিরন্তন এবং ঈশ্বর প্রদত্তএ কারণেই পৃথিবীর অবয়ব না বাড়লেও বেড়ে চলেছে মনুষ্য জনগোষ্ঠীসহ তাব প্রাণীকলের পরিধি
এমনই এক আকর্ষণে সুজন আজও ছুটে চলেছে মিরপুরের কোন এক প্রান্তে এবং পদব্রজেহঠা করেই তার মনে খটকা লাগলো, কেন সে রিক্সা বা স্কুটার খুঁজলো না! কেনইবা হেঁটে চলেছে এতটা পথ! প্রশ্নের উত্তর জানা নেই সুজনের; পথ চলাও থেমে নেই
শেওড়াপাড়ার ফুটপাথ সাধারণত সবসময়ে ফল-ফলাদির দোকানে ভরা থাকেআজ অবশ্য তেমনটি নেইবরং রাস্তার ধারে সকালে কোরবানী দেয়া গরু ছাগলের রক্ত, কিছুটা গোবর এবং কোরবানীর আগে উসর্গীকৃতদের ভোজনের জন্য দেয়া খাবারের কিছু উচ্ছিষ্ট এখনো রয়ে গেছেতুলনামূলকভাবে ফুটপাথটাই হেঁটে চলার জন্য উত্তম মনে হয় তার কাছে
এমনিতরো জীবনের স্বর্ণালী দিনগুলোর কোন এক সময়ে সানজিদা চৌধুরীও বোধকরি সুজন কে গাঙ্গুলীর সাথে ঘর বাঁধাটা তুলনামূলকভাবে উত্তম মনে করে ছিলসুজনও সম্ভবত উত্তম সময় ভেবে তাকে নিয়ে স্বপ্ন দেখেছিলস্বপ্নই বা বলা কেন; বাস্তবে তারা  একই নীড়ে নীবিরভাবে বসবাস করেছিলপঞ্চাশ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে কোন এক মহাকুমা হাকিমের দপ্তরে দুজন বাঘা উকিল স্বাক্ষী রেখে স্বাক্ষর করে বন্ধু থেকে স্বামী-স্ত্রীতে রূপান্তরিত হয়েছিল তারাসেখানে অবশ্য কে গাঙ্গুলীবাদ দিয়ে কেবলই সুজনলেখা হয়েছিলহাকিম সাহেব বা উকিল- কেউ-ই সুজনের পুরো নাম জানতে চায়নিসুজনের বাবার নামটা লেখার সময় উকিল কি যেন জানতে চাইলে সানজিদাই উত্তর দিয়েছিল
বেশ সুখেই দিন কাটছিলোসানজিদা আর সুজনের ভালবাসার ফসলও এসেছিল বছর দুয়েক বাদেবড় আদর করে সুজন নাম রেখেছিল সুমনা
না, সে এখন আর সুমনা নামে পরিচিত নয়অন্য কোন নাম হয়ে গেছে তারনামের শেষে চৌধুরীও যোগ হয়েছেকত বড় হয়েছে মেয়েটি- সুজন জানে নাসানজিদা জানতে দেয় নাসুমনার কি মনে আছে বাবার কথা? স্মৃতিপট থেকে হারিয়ে যাবারই কথামাত্র দেড় বছর বয়সে সুমনা হারিয়ে যায় সুজনের জীবন থেকে
সানজিদার বাবা, সুজনের শ্বশুর; মস্ত ব্যবসায়ী- মেয়ে আর নাতনীকে দূরে পাঠিয়ে দেনশ্বশুর অবশ্য এ কাজে প্রতারণার আশ্রয় নিয়েছিলেন; বলেছিলেন- ওদের আমেরিকা বেড়াতে নিয়ে যাবেনসুজনকেও প্রস্তাব দেয়া হয়েছিল; সুজন অবশ্য রাজী হয়নি
আমেরিকা যাবার সময় সানজিদার অনুনয়-বিনয়ে সুজন চৌধুরী সেজে নীল রঙের একটা কাগজে স্বাক্ষর করেছিল সে- যা কাবিননামা হিসেবে সকলে জানেসুজন পড়েও দেখেনি কি কি লেখা হয়েছিল ঐ নীল রঙের কাগজটায়আমেরিকার ভিসা পাবার জন্য ঐ কাগজটা নাকি খুবই দরকারী ছিল
তিন মাস পরে, সুজনের কাছে আরেকটি নীল রঙের কাগজ এসেছিল রেজিস্টার্ড ডাকে, আগেরটার থেকে খানিকটা ছোট আকারের; যা তালাকনামা হিসেবে সকলে জানেসুজন সব বুঝলেও তালাকের কারণ হিসেবে কি লেখা ছিল তা কখনো পড়ে দেখেনি
ভুত দেখার মত সুজন দেখে শেওড়াপাড়া ও কাজীপাড়ার মাঝামাঝি একটা জায়গায় ফুটপাথের ওপর একটি চায়ের স্টল খোলা রয়েছেঅবাক হয় সে- আজ তো চায়ের দোকান খোলা থাকার কতা নয়! দাঁড়ায় সে; চায়ের ফরমায়েস দেয়আবারো মুখাগ্নি ঘটায় পশ্চাদেশে হালকা সোনালী রঙের ফিল্টারসহ সাদা সিগারেট মুখে নিয়েচায়ে চুমুক দিতে দিতে মোবাইলটা হাতে নেয় হিপ পকেট থেকেসুজন বরাবরই হিপ পকেটে মোবাইল রাখে- এ নিয়ে বন্ধু মহলে কত কথা হয়েছে- ভেঙ্গে যাবে, হারিয়ে যাবেসুজন শোনেনি- ওর স্বভাবটাই এমন; যদিবা স্কুটারের সিটে হিপ পকেট থেকে পড়ে গিয়ে মোবাইল হারিয়েছে সে একবার
অপর প্রান্তে দুটো রিঙ বাজতেই উত্তর পাওয়া গেল
- কোথায়?
- কাজীপাড়া
- ওখানে কেন?
- তোমাদের দিকে আসছি
- কতক্ষণ লাগবে?
- চল্লিশ মিনিট বা তারও বেশী
- এত কেন, রিক্সায়?
- না, এগারো নম্বর বাস
রোকেয়া সরণি হয়ে এগার নম্বর বাস চলে না, সুষ্মিতা তা ভাল করেই তা জানে; তাই অবাক হয়ে প্রশ্ন করে:
- মানে?
- মানে হেঁটে আসছি
- কেন? কোত্থেকে হেঁটে আসছো?
মৃদু হেসে সুজন বলে:
- একটা একটা করে প্রশ্ন করো, এক সাথে দুটো প্রশ্নের জবাব দেব কি করে?
- হেঁটে আসছ কেন?
- মন চাইলো, তাই
-কোত্থেকে হেঁটে আসছে?
- বাঙালী জাতির ঐতিহাসিক ঐক্যের প্রতীক জাতীয় সংসদ ভবনের দক্ষিণ-পূর্ব কোন থেকে
- কেন?
- এসে বলবো, কেমন!
- পাগলামী, তাই না! জলদি রি·া নাও
- দেখি
কথা বাড়ায়নি কেউ-ইচা পর্ব শেষ করে আবারো পথ চলে সুজনওর গন্তব্য মিরপুর
আকাংখিত মানবী সুষ্মিতা, সুমাইয়া চৌধুরীচাকুরে বাবার একমাত্র মেয়েচৌধুরী পিতৃকলের পদবী নয়; স্বামীর বংশ মর্যাদাওর বাবা সৈয়দ বংশেরপিতৃভক্ত সুষ্মিতা স্বামীর বংশ মর্যাদা ধারণ করে আছে আজওসেই সাথে স্বামীর দেয়া অনন্য উপহার মৌমিতাবয়স বার বছরইরেজি মাধ্যমে স্ট্যান্ডার্ড-টু ক্লাসে পড়ছে
মিরপুর দশ নম্বর গোল চক্করে এসে প্রকৃতার্থে চক্করে পড়ে যায় সুজনহিপ পকেটে রাখা মোবাইলটা বেজে ওঠে ফোনটা মাধবীর:
- কোথায় আছ?
- মিরপুর
- ওখানে কেন?
- কাজ আছে
- ঈদের ছুটিতে কি কাজ ওখানে?
- আমারতো ঈদ নেই, পুজোও নেই
- রমনায় আসবে?
- রাত হবে
- কোথায় যাচ্ছ?
- পরে বলবো
- আমি কি অপেক্ষা করবো?
- না, আজ নয়; কাল দেখা হবে
কথা প্রলম্বিত হয় নামাধবী অভিমান করে লাইনটা কেটে দেয়
মাধবী, মাধবী রানী গুহসুজনের কলিগ; একত্রে ওরা কাজ করে একটি দৈনিকেমাধবী মফষ্মল পাতা দেখে, সুজন বিজ্ঞাপন বিভাগেতবু কেন যেন মাধবী সুজনকে লাইক করে; হয়ত স্বধর্মী ভেবেমাধবী সুজন থেকে অন্তত দশ বছরের ছোট হবে বয়সেতবু ওদের মধ্যে সম্পর্কটা তুমিপর্যায়েসুজনের আপনিসম্বোাধনটা একেবারেই অপছন্দ; তবু অপরিচিতজন বা বয়স্কদের আপনি-ই বলতে হয়কারো সাথে বছরখানেক সম্পর্ক রয়েছে- এমন কাউকে সে আপনি বলছে- এমন মানুষ মেলা দুষ্কর
চাকুরে বাবার মেয়ে সুষ্মিতা বহুজাতিক কোম্পানির পাবলিক রিলেশনে কাজ করেচাকুরীর সুবাদেই সুজনের সাথে পরিচয়- বছর দুয়েক হবেপরিচয়ের ছমাসের মধ্যেই সম্বোাধনটা তুমিতে চলে এসেছেএর কারণও অবশ্য রয়েছেঅনেক কারণের একটি হাস্যকর কারণ হলো, ওরা দুজনেই পূর্ণিমার চাঁদ দেখতে ভালবাসেরমনা, সোহরাওয়ার্দী বা চন্দ্রিমা উদ্যানে ওরা নিদেন পক্ষে বারটি পূর্ণিমা উপভোগ করেছে এরি মধ্যে
দুএকবার চাঁদের উপমায় সুষ্মিতার নাম সুজনের ঠোঁট গলে বেরিয়েছে বটেসুষ্মিতাও বলেছে:
- তুমি কি মুসলমান হতে পার?
- হয়েছিতো!
- কই! দেখছি না তো
- সানজিদার নীল কাগজে লেখা আছে
- ওটাতো ভুয়া, মেকিআসলে মন থেকে হতে হয়
- হলে কি হবে?
- তুমি আমি এক হব
- এমন ভাবছ কেন?
- তোমার মত বন্ধু কি আর পাব?
- চেষ্টা করেছ কখনো?
সুষ্মিতা সরাসরি উত্তর না দিলেও সুজন জেনেছে ওর জীবন কথামৌমিতার বাবা চৌধুরী সাহেবের করুন পরিনতি; জেনেছে সুষ্মিতার জীবন সংগ্রামের কথাবাবা তার জন্য নিশ্চিত আশ্রয় দিয়েছেন বটে, জীবন সংগ্রামে অন্য কোন ভাবে সহায়তা করেন নিতবু সে বাবার কাছে কৃতজ্ঞঐ ঠাঁইটুকু না পেলে মৌমিতাকে নিয়ে তার দুঃসময় কিভাবে কাটতো- ভেবে পায় না সে
দশ নম্বর গোল চক্কর থেকে সোজা যাবে না বাম দিকে মোড় নেবে; ভাবতে ভাবতে আরেকটা সিগারেট ধরায় সুজন।  কোন সিদ্ধান্তে আসতে পারে নাএমনি সময়ে সোনালীর ফোন- ছেলে বেলার বন্ধুথাকে যাত্রাবাড়ীস্বমী সন্তান নিয়ে সুখেই আছেফোনটা রিসিভ করতেই
- কিরে, এলিনা কেন?
- আমি একটু দূরে আছি; আজ আর আসবো না
- দুপুরে খেয়েছিস?
- হুম
- কোথায় খেলি? তোর কোন্ বান্ধবী খাওয়ালো রে?
- না রে, আমিই খেয়েছিডাল আর ডিম
- এভাবে কদ্দিন চলবে? পুজার দিনও এলি না; ঈদের দিনও না; কবে আসার সময় হবে তোর?
- বড় দিন তো বাকী আছেঅপেক্ষা কর, আসবো
- তোর জামাই বাবু বসেছিল তোর জন্য
- বলে দে, বড় দিনে একসাথে খাব
সোনানী জানে সুজন এমনি বাউÊুলেখাবার হিসেব নেই, চলার তো নয়ইকেবল একটা জায়গায় সে পারফেক্ট- তা হলো কাজকাজে তার কোন ফাঁকি নেই কোন দিনসে জন্য সোনালীর স্বামী সুজনকে নিজের কোম্পানীতে কাজ দিতে আগ্রহ দেখিয়েছিলসম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে আশংকায় সুজন সেই আগ্রহে সাড়া দেয়নি
অবশেষে ইনডোর স্টেডিয়ামের দিকে এগোতে থাকে সুজনতার গন্তব্য মিরপুর সাত ন¤^র সেকশনের সাত নম্বর রোডের সাত নম্বর বাড়ীর সাত তলার ফ্ল্যাটফ্ল্যাট নম্বরটাও সাতের ঘরে, ইংরেজীতে জিসাধারণত কোন উঁচু ভবনের ফ্ল্যাট নম্বর হয় প্রতি তলার ফ্ল্যাট ধরে ধারাবাহিকভাবেওদের ফ্ল্যাটটের নম্বরের ধারাবহিকতা হয়েছে নীচ থেকে উপরে; এমনটি করে- নীচ তলার প্রথম ফ্ল্যাটটি ’; এর পরে দোতলার ঠিক ওপরেরটি বি’- এভাবেসুজন বাড়ীওয়ালার রুচির তারিফ করে মনে মনে
কল বেল বাজানোর সাথে সাথেই দরজা খোলে সুষ্মিতামনে হলো দরজা খোলার জন্যই হয়তবা সে দাড়িয়েছিল ঠাঁয়মুখদর্শনে চমকে যায় সুজন
বসার ঘরে সোফায় আরাম করে বসেই
- এক গ্লাস পানি দেবে?
হাসিমুখে উঠে পানি দিতে দিতে বলে সুষ্মিতা
- এমন পাগলামী না করলে হতো না?
- তা হলে চলে যাই?
- যাও তো দেখি!
সুষ্মিতা জানে, সুজন এতটা পথ হেঁটে এসে ক্লান্ত; মুখে বললেও সে এখনই উঠবে নাসুজন নিজেও এখনই ওঠার জন্য আসে নি এতটা পথ
সুষ্মিতা বাঙালী ঢঙ্গে শাড়ী পড়েছেএকেবারেই সাদাসিধা আটপৌঢ়ে শাড়ীহালকা সবুজ রঙের ব্লাউজের গলাটা একটু বড়এমন ব্লাউজ পড়ে সে বাড়ীর বাইরে যায় না কখনো- একটু ঢিলে-ঢালা; বেশ লাগছিলো তাকেপ্রকান্ড গলার ব্লাউজের ওপর সাদা এবং তার ওপরে সাদা সুতোর কাজ করা শাড়ীর আঁচল ডান হাতের নীচ থেকে পয়তাল্লিশ ডিগ্রী কোনে বাম কাঁধের ওপর পেচানোগলায় সরু স্বর্ণের চেইনবুকের মাঝখানে, যেখানটায় ছোট একটা শীর্ণধারা দৃশ্যমান, লাল পাথর বসানো লকেটটা সেখানে সেঁটে আছেওটা সুষ্মিমতার সৌন্দর্য বহুগুনে বাড়িয়ে দিয়েছেএক নজরে তাকিয়ে সুজন; যেন গোগ্রাসে গিলছে তার সৌন্দর্য
দার্জিলিং এর টাইগার হিলে উঠে প্রত্যুষে কাঞ্চজক্সঘা ও হিমালয়, দুটোই দেখেছে সুজন- বহুবারতুলনামূলকভাবে কাঞ্চজঙ্ঘই ভাল লেগেছে তারতবে প্রকৃতির কাঁচুলী জড়ানো উই ঢিবি দেখতে সব থেকে ভাললাগে তার কাছে- বান্দবানের নীলগিরীতেসারিবদ্ধ টিলা, সবুজ রঙের কাঁচুলী জড়িয়ে পুরো বান্দরবানের সৌন্দর্যকে সত্যিকার রমনীয় করে রেখেছেসুষ্মিতার দিকে তাকিয়ে সামনে নীলগিরী থেকে দেখা বান্দরবানকেই দেখছিল সুজন
সুষ্মিতা জানে সুজনের স্বভাবতাকিয়ে থেকে দেখায় তার জুড়ি নেইনীরব দর্শক হিসেবে সুজনের চেয়ে উত্তম কাউকে পাওয়া যাবে নাতাই সেও তাকিয়ে থাকে সুজনের দিকেকতক্ষণ! এক মিনিট, দুই মিনিট; না কি তারও বেশী! সুজনের মত নীরব দর্শক সে নয়, তাই
- ক্লান্ত শরীরে অমন করে কি দেখছো?
- কাঁচুলী জড়ানো নীলগিরী
এবারে সুষ্মিতা শাড়ীর আঁচল ঠিক করার চেষ্টা করে, যদিবা ওটা আগে থেকেই সঠিক জায়গাতেই ছিল
- হাত যখন লাগালেই, আঁচলটা নামাও না!
- ধ্যাত!
- কেন, ভরসা হারিয়ে গেছে?
- চোখে কোন জড়তা নেই তোমার?
- না!
- হেঁটে এলে কেন?
- মন চাইছিল, তাই
- আমায় ই¤েপ্রস করতে চাও?
- বলতে পারো, আবার নাও বলতে পারো
- এতটা পথ কোন পাগলেও হাটে না!
- আমি তো পাগল নই
- তুমি মহাপাগল
এবারে দুজনেই হাসে
উঠে দাড়ায় সুষ্মিতাচা বানানোর জন্য ছুটি চায়সুজনও সায় দেয়সুষ্মিতার প্রস্থান লক্ষ্য করলেও সহসা সোফায় শরীরটা এলিয়ে দেয় সুজন
গুলশান বনানীর সীমানা নির্ধারণী লেকের ওপরে নতুন তৈরী সেতুর ওপর দাড়িয়ে পূর্ণিমার চাঁদ দেখবে সুষ্মিতা আর সুজনমেঘলা আকাশ ওদের আনন্দের মাঝে প্রতিবন্ধক হয়ে উঠেছে এরি মধ্যেতবু মাঝে মধ্যে হালকা কালো-সাদা মেঘের ফাঁকে ভরা পূর্ণিমার চাঁদ যখন আকাশে হেসে-খেলে ছুটে চলে অবিরাম, লেকের জলে তা চূর্ণ-বিচূর্ণ হয়ে হাজারো চন্দ্রকণার কৃত্রিম ও ক্ষণস্থায়ী উপস্থিতি বেশ উপভোগ করে ওরাশরতের প্রথম পূর্ণিমা; প্রথাগতভাবেই খন্ড খন্ড সাদা আর ছাই রঙের মেঘের ফাঁকে ফাঁকে ভরা যৌবনা নারীর মত প্রস্ফুটিত র্পূণ চাঁদ। 
যখন ওরা লেকের ধারে পৌঁছায়, তখনও চাঁদ ছিল মেঘে ঢাকাসুষ্মিতা মন খারাপ করে বলে
- ভাগ্যদেবতা আমাদের অনুকলে নয়, চলো ফিরে যাই
- এসেছি যখন, একটু বসে যাই
সেতুর ওপরেই দাড়ায় ওরালোক-জনের বেশ আনাগোনাগল্প করে সময় কাটানোর জন্য দারুন একটা জায়গাওদের সময়টা বেশ কাটে! ওরা দুজনেই পূর্ণ চাঁদ ভালবাসে; জীবনের পূর্ণতা পায়নি বলে হয়তোবা
সুষ্মিতার মত সংগ্রামী নারীকে শ্রদ্ধা করে সুজননিজে কাজ ভালবাসেই বলেই হয়তসুষ্মিতাকে সংগ্রামে উসাহ দেয়, সাহস জোগায়বিনিময় একটাই- একত্রে পূর্ণ চাঁদ দেখা
না, ওদের চাওয়া-পাওয়ার গন্ডি এখনো সীমানা  অতিক্রম করেনি
সীমানা অতিক্রমে সুজনের একটা নিজস্ব মতামত রয়েছেছেলে বেলায় এনুয়েল স্পোর্টস্ এ তিন পায়ের দৌড় বলে একটা খেলা হতদুজন প্রতিযোগী মিলে তিন পায়ে দৌড়াতে হতোএকজনের ডান পায়ের সাথে অন্যজনের বাম পা বেঁধে দেয়া হতদুজনের তখন কর্মক্ষম পা তিনটিসেই জুটি সবচেয়ে ভাল দৌড়াতে পারতো, যাদের মধ্যে পারষ্পরিক সমঝোতা বা একসাথে দৌড়ানোর ইচ্ছেটা একসাথে হতো; তারাই প্রথম বা দ্বিতীয় স্থান দখল করতো
নারী পুরুষের সম্পর্কের সীমানা অতিক্রমের ক্ষেত্রেও এমনি ইচ্ছে শক্তি বা একে অপরকে পাওয়ার ইচ্ছেটা জন্ম নিতে হয়; একজন চাইলেই তা পূর্ণ হবার নয়
রাত বাড়ে; সুষ্মিতা ফেরার তাগিদ দেয়সুজন অসম্মতি জানিয়ে বলে:
- আমি পূর্ণিমার স্বাদ নেব, ঈশ্বর তা হতে দেবেন না- এমনটি হতে পারে নাআধা ঘন্টা অপেক্ষা করো, মেঘ না কাটলে চলে যাব
সুজনের অপ্তবাক্যে সুষ্মিতা রাজী হয়সে বহুবার দেখেছে ধর্মহীন মানুষটার একটা শুভ পরিনতি আছেধর্মীয় অনুশাসন না মানলেও তার চলার পথে বক্ররেখার কোন উপস্থিতি নেইতার চাওয়া-পাওয়ার হিসেবে-মেলে সবসময়ে, তবে ঠিক পৌরে বারটায়
চা নিয়ে ফিরে এসে সুষ্মিতা দেখে সুজন ঘুমিয়ে গেছে সোফায়মাথায় হাত রেখে ডাকতে যায় সে- তখনই চোখ মেলে তাকায় সুজন
- বড্ড ক্লান্ত, তাই না?
- হুম! তবে, সেই রাতে আমরা ঠিক পূর্ণিমার চাঁদ দেখেছিলাম, তাই না?
হেসে ফেলে সুষ্মিতাকাবাবের প্লেটটা এগিয়ে দিয়ে বলে:
- তোমার জীবনটাইতো পৌনে বারটায় বাঁধা
সুজনও হাসেগরুর মাংসের গরম কাবাব হাতে নিয়ে বলে:
- এত অল্প সময়ে করলে কি করে?
- সবই তৈরী ছিল, কেবলি তেলে ভাজার কাজটা করেছিনাও, ঠান্ডা হয়ে যাবে
সুজন এলেই নিজের হাতে বানানো খাবার খাওয়াতে পছন্দ সুষ্মিতারকারণ হয়তো সুজনের ভাল কাওয়া হয় না বহুদিন ধরে, তাইসুজনও বিষয়টা বেশ উপভোগ করেএমনও দিন গেছে, সুজন আসার পর ভাত সাংস রান্না করে খাইয়েছে সে
সুষ্মিতার সবই পছন্দ সুজনের; কেবল ধর্মবিশ্বাস ছাড়াসুজনও মানব ধর্মের বাইরে যেতে চায় নাসে কারণেই কাঁচুলী জড়ানো ধরণীর কাছাকাছি যাওয়া হয়ে ওঠেনি সুজনেরসুষ্মিতা বহুবার বলেছে:
- আমার জন্য অন্তত এই টুকু করে দেখাও
- নিজের সাথে প্রতারণা করতে বলো?
- তা কেন?
তা নয়তো কি? যা আমি বিশ্বাস করিনা, সেইটে করা বা বলাই তো নিজের সাথে প্রতারণার সামিল
- সানজিদাকে তো এমনি একটা কাগজ দিয়েছিলে তখন!
কথাটা বলেই দাঁতে জিব কাটে সুষ্মিতাসুজন কিছু বলার আগেই বলে:
- তোমায় কষ্ট দেয়ার জন্য কথাটা বলিনি সুজন
সাবলিল ঢঙে সুজন উত্তর দেয়:
- ওটা দিয়েছিলাম ওর বিদেশ যাওয়ার সুবিধের জন্যকাজটা অন্যায় ছিল বলেই হয়ত ওকে আর ফিরে পাইনি
- এ জন্য কষ্টবোধ আছে তোমার?
- থাকলেই বা করার কি আছে, বল?
কথা বাড়ায়নি সুষ্মিতা; সুজনও নাপ্রসঙ্গ বদলে সুজন এমনটি বলে:
- ধরণীর বুকে সমর্পিত না হতে পারলেও দর্শনে কোন দোষ থাকার কথা নয়
সুষ্মিতা বোঝে- সুজন কি বলতে চাইছেচোখের ভাষায় সে বলতে চাইছে:
- এমনটি আব্দার করোনা গো!
একই ভাষায় সুজনও বলে:
-তাই হোকআমরা না হয় রেল লাইনের মত সমান্তরালে চলতে থাকি; সেটাই উত্তম পথদেখা হবে, কথা হবে, দূর থেকে দৃশ্যমান হবে- দূরে কোথায়ও আমরা মিলিত হয়েছি; প্রকৃতার্থে তা হবার নয় কোনও দিন!
সাদামাটা আল্লাহ হাফেজশব্দে বিদায় জানায় সুষ্মিতা; সুজন অবশ্য বলে খোদা হাফেজ
রিক্সা ব্লু লেগুর অতিক্রম করছেহেমন্তের আকাশে একাদমীর চাঁদ মেঘে ডেকে আছেসুজন জানে খানিক বাদে একাদশীর চাঁদ মেঘমুক্ত হবেসোডিয়াম বাতির কিম্ভুতকিমাকার রঙে উদ্ভাসিত ঢাকায় ঐ চঁ দের আলোর বন্যা কোনই আবেদন তৈরী করতে পারবে নাঢাকাবাসী উপভোগ করতে পারবে না একাদশী চাঁদের অপূর্ব রূপ ও রস
বাসায় ফিরে নিত্যকার অভ্যেসমত চা তৈরী করে বিছানায় চারটে কুশন দিয়ে কৃত্রিম টেবিল বানিয়ে বই নিয়ে বসে; পাশে কাগজ কলমতো রয়েছেই
চারিদিকে নীরব- নিত্যকার মতসুজন বুদ্ধদেব গুহবনজ্যোস্নায় সবুজ অন্ধকারেনিমগ্নবনে-জঙ্গলে গুরতে ঘুরতে হঠা তার চোখের গতি থেমে যায় একটি চরনে, “নারীমাত্রই জলের মতকোথায় যে তারা কখন গড়িয়ে যায় স্বভাবেরই কারণে, তা শুধু ঈশ্বরই জানেনতখনি মুঠোফোনে সর্ট মেসেজ, যা এসএমএস নামে সকলে জানেন; প্রাপ্তির ঘোষণাগত দুতিন দিন ধরে ঈদের শুভেচ্ছা জ্ঞাপক সর্ট মেসেজ ডিলিট করতে করতে সুজনের বাম হাতের বুড়ো আঙ্গুল বিরক্ত হয়ে গেছেডান হাতে ফোনটা নিয়ে অবাক হয় সে, সুষ্মিতা লিখেছে:
কিছু কিছু বিদায় সুখের হয় নাআজ ঠিক তাই হলএকটা কি যেন অপূর্ণতা ছিল
সর্ট মেসেজ পাঠাতে সুষ্মিতার জুড়ি নেইকোন কোন দিন ৫টা বা তারও বেশী সর্ট মেসেজ পাঠায় সেসুজন সেগুলো সুন্দর করে লিখে রাখে ডাইরীর পাতায়বিষয়টা জেনে সুষ্মিতা বলেছিল:
- এটা পাগলামী ছাড়া কিছু নয়
সুজন বলেছিল দৃঢ়তার সাথে:
- তোমার সর্ট মেসেজগুলো আগে-পরে সাজিয়ে সুন্দর একটা গল্প হতে পারেদেখো, এই আমি একদিন এ অসাধ্য সাধন করে ফেলবো
কথাটা মনে হতে দিন কয়েক আগে সুষ্মিতার পাঠানো আরেকটি মেসেজ আবারো পড়তে মনে চাইলো তারমেসেজটির কথাগুলো ছিল এমনতরো:
মনের মাধুরী মিশিয়ে ভাল লাগার মানুষের কাছে পৌঁছাতে চেয়েছি বহুবার, পারিনিপুজোর বলির জন্য উসর্গীকৃত পশুর মত হাতে-পায়ে শিকল আমারমনটাতো আর ওরা বেঁধে রাখতে পারেনিতাই উদ্যামে ছুটে যায় সেটি যখন তখন, সেথা খুশী সেথাতাইতো মন ভরে কথা বলি, মিষ্টি প্রেমের কথা বলতে চাইদুনিয়ার তাব জটিলতার কাছে এ জীবন উসর্গীকৃত হলেও মনটা ভাললাগা আর ভালবাসার কাছে উসর্গীকৃত
এ দুটো সর্ট মেসেজ সুজনকে ভাবতে শেখায়ভাবতে বাধ্য করে সুষ্মিতার পূর্ণ গগণ নিয়েতবে কি সুষ্মিতার পূর্ণ চন্দ্র আলোক বিচ্ছুরণ ঘটাচ্ছে? মনে হয় তাই; তবে আকাশের যেখানটায় পূর্ণ চন্দ্র, তারও অনেক অনেক নীচে কালো মেঘের ঘনঘটাতাই দৃশ্যমান নয় সেই আলোর ছটা; এ যেন আষাঢের শুক্লপক্ষের ভরা পূর্ণিমার চাঁদ- আলো ছড়াচ্ছে- মনুষ্যকূল দেখতে পাচ্ছে না; ধরণী বঞ্চিত হচ্ছে  ভরা পূর্ণিমার আলোর বন্যার সৌন্দর্য থেকে

২১ নভেম্বর ২০১২

1 টি মন্তব্য:

Unknown বলেছেন...
এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।