শুক্রবার, ৩ জানুয়ারী, ২০১৪

আগমীর কথা

আগমীর কথা
নুরুল্লাহ মাসুম


স্বজনের নীড়ে নিজেকে হারিয়ে খুঁজি
হাজারো জনতার ভীড়ে
বাকী জীবনের হালখাতা খুলি
কতদিন রবো জীবন নদীর তীরে

পতাকার রঙ বদল দেখিয়া
জনতার জয়গানের সূরে
জবনের গতি বদল ছাড়ি, ভাবি
কবে চলে যাব দূরে, বহু দূরে

রঙিন নয়তো জীবনাচার ক্রমাগত
প্রকৃতির নয়তো রঙ বদল অহরহ
জীবন তবু বদল হয় না, রহে তথাগত
চলতেই হবে পুরানো পথে; হতে পরাহত

দিন ফুরাবে জানি, চিরন্তন বাণী
রঙের ভেলায় ভাসতে হবে- কেবলি কল্পনায়
প্রকৃতি রইবে চিরন্তন- ফেলিয়া পেছনে জানি
চলে যাব একদিন, ফেলে সকলকে জল্পনায়।

কালশী, মিরপুর, ঢাকা
১২ ০২৩১ নভেম্বর ২০১৩ খৃষ্টাব্দ।

কোন মন্তব্য নেই: