সোমবার, ১০ জুন, ২০১৩

আজকের কামনা

আজকের কামনা

নুরুল্লাহ মাসুম


তৎসম তৎভব বা দেশী-বিদেশী যাই হোক
            আলোর নাচন দেখিয়ে তুমি
কথামালায় নৃত্য কর অবলিলায়- এটাই জানি;
            লীলাময়ের এই দুনিয়ায় সকাল সাঝে
আসরে তোমায় দেখতে যে পাই- একই ধাঁচে
            মুখটি তোমার সদাহাস্য- এটাও জানি
লিখতে তুমি পারঙ্গম, হোক না তা বেশ বিলম্বে
            হাত দুটি তোমার পাকা অতি
দম্ভ তোমায় ছুঁতে পারেনি, জানি - এটাই সত্যি
            মননশীল  সপ্তরথে রঙ মাখিয়ে
মনটা তোমার আজও উদার; যেন নীলিমায় সাত স্তম্ভ
            মরুর মাঝে অশ্রুবিন্দু এটাও মানি
মনের মত কথা বলায় অতীব দৃঢ় তুমি
            দক্ষ হাতে লিখে চলেছ, আর
হাসতেও তুমি জান খোলা মনে- এটাইতো গর্ব
            লিখবে তুমি অনাদিকাল
মুক্ত মনে মুক্ত হাওয়া বিলিয়ে যাবে
            আসমুদ্র হিমাচলে- এটাইতো সত্য
লীলাময়ের নীলাম্বরে দেখবো তোমায় 
            করছো কত কাব্য গঠন
আরো, আরো, আরো লিখবে তুমি- এটাইতা কাম্য
            তথাস্তু বন্ধু, চিরসবুজ রও মোদের মাঝে

ধানমন্ডি, ঢাকা
১৫২৩৫৫ জানুয়ারি ২০১৩
১৮১৩৪৮ জানুয়ারি ২০১৩

কোন মন্তব্য নেই: