শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

কখনো দেখিনি


কখনো দেখিনি


নীল আকাশ আমি দেখিনি
প্রত্যুষে আবির রঙ্গে রাঙা
শান্ত পৃথিবী ওঠে জেগে

দ্বিপ্রহরে-
রক্তাক্ত চক্ষু নিয়ে
রবি মামা দেয় হানা
ঠাঁই নাই

গোধুলী-
ধুলিময় পৃথিবী
রাখাল গরু নিয়ে ফেরে
ঘরে নিশ্চিন্তবাসে
রাত্রি কালিন শান্ত হাওয়া
ক্লান্ত ধরণী
নীল আমি দেখনি

একদা কালবৈশাখী
ঈষাণ কোনে
কালো জামদানী
যেন মা বাসন্তী

মায়ের আর্শীবাদ
হয়তো বর্ষিত হলো
নয়ন জুরিয়ে গেল
দেখলাম
রঙধনু- ঠিক পশ্চাতে

আবীরের লাল নয়
গোধুলীর ধুলি নয়
অথবা নয় রক্ত চক্ষু
কিংবা শয়নে ধরণী
সর্পাকৃতি নিয়ে
নীল আছে ঠিকই-

এসেছে আমার সম্মুখে
এক সন্যাসী মুর্তি নিয়ে
কাল বৈশাখীর
ছোবলের পরে

নাখালপাড়া
১৩২২১৮ এপ্রিল ১৯৮৭ খৃষ্টাব্দ

কোন মন্তব্য নেই: