শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

নিঃশঙ্ক নেত্রপাত


কুসুমাস্তীর্ণ নয়কো পথ- জানি
হেয়ালীটা হয় বেমানান- মানি
লীলা হবে সত্যি অলীক- জানি

আম্রশাখে নেইতো মুকুল- জানি
মাদকতায় ভরলো যে মন- মানি
রসিক মনটা উঠবে কেঁদে- জানি

নয়ন মেলে দেখবে না সে- জানি
নদীর ধারেও যাবে না সে- মানি
দিনের শেষে ফিরবে না সে- জানি
নীরব হয়েই থাকতে হবে- মানি

ঢাকা
০৩০২১৭ ফেব্রুয়ারি ২০১২ খৃষ্টাব্দ

কোন মন্তব্য নেই: