শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

স্বোপার্জিত শিরোনাম


স্বোপার্জিত শিরোনাম-১



মুক্ত ঝরানো হাসি নেই- কিছু যায় আসে না
হয়ত হাসি একটা আছে- যা সবাই বোঝে না
মন মাতানো গল্পের ঝুড়ি- যেন প্রতি পড়তে
মতামত দেবার বেলায়- কিছুটা পেছন সারিতে
দক্ষতায় শতভাগ- যুক্তি সে তো সমানই

আলোর ছটা প্রতি বাক্যে- যুক্তি অখন্ডনীয়
নিমগ্ন পাঠে জ্ঞান আহরণে- পাঠক অতি লোভনীয়
সুনামীর মত উদাহরণ- কেড়ে নেয় অপরের যুক্তি
রক্তিম আবহ আছে- আছে কথামালার মুক্তি

রসালো কথার ঝুড়ি নেই- কমতি আছে সুপ্ত
হতাশ হয় না স্রোতা- হোক না যতই বিরক্ত
মাত্রাজ্ঞান রয়েছে তার- করতে বিমোহিত সাধারণ
নব নব উদ্দীপনায় সবল- তার কবি জ্ঞান

ঢাকা
১৪০০৫০ মার্চ ২০১২ খৃষ্টাব্দ




স্বোপার্জিত শিরোনাম-২



শান্ত স্বভাবের বালিকা বধূ- নিজ ঘরে যায়
মীনাক্ষী দৃষ্টিতে দেখে নেয়- আছে কে কোথায়
মাঘী পূর্ণিমা সেদিন হেসেছিল- একাকী দূর নিরালায়
আসমান জমিন একাকার করে- আজকে, সেই বধু
কথকতার তীর্যক বানে কাড়ে- সকলের মন শুধু
তাত্তি¡কতার বাঁধা কাটিয়ে চলে- সীমাহীন নতুন পথে
রপ্ত করেছে পথচলা তব- আনন্দের নব রথে
শিষ্টাচারের ভীষণ গতিময়তা আনে- সফল এক জীবন
উদ্ভাসিত তাই প্রতিটি ভাঁজে- সকলের অন্তর মন
লীলাময়ের লীলাভমিতে রচিয়া লীলাক্ষেত্র- করছে সফল আবাহন

ঢাকা
২৯১৯৪৪ মার্চ ২০১২ খৃষ্টাব্দ



স্বোপার্জিত শিরোনাম-৩



হাসিটা তার মন কেড়ে নেয়- হোকনা যে জন
মিটিমিটি চোখ দুটো তার- কাড়ে সবার মন,
দাড়ায় যখন ঋজু ভঙ্গি- নজর কাড়ে সবার
খালের পাড়ে দাড়িয়ে তার- সকাল সন্ধ্যা সাবার,
তুলনা তার নিজের সাথেই- একলা চলে পথ
নতুন দিনের নতুন পথের- নেইতো কোন রথ
সেতু পাড়ে দাড়িয়ে থেকে- খুঁজবে নতুন দিন
লীলাময়ীর মনের কথা জানবে- হয়ত আরেক দিন\

ঢাকা
১৯১৬২২ মার্চ ২০১২ খৃষ্টাব্দ


স্বোপার্জিত শিরোনাম-৪



মায়াবী তার মুখটা যেন- সবার মনের মত
সুখী মানুষ দেখতে হলে- তাকেই তুমি দেখ
মাটির কোলে খেলছে যেন- দুষ্টু মেয়ের মত। 

আসবে তুমি তারই কাছে- যদি একবার যাও
লতানো সেই মানুষ তোমায়- করবে আপন যেন
মমতা ভরা তার মনটা- পাবে না কোথায়ও

বেশী দিনে কথা নয়ত- তাকে আমি জানি
বীরের মত এগিয়ে তিনি- আমরা সবাই মানি

ঢাকা
১৯১৬৩২ মার্চ ২০১২  খৃষ্টাব্দ



স্বোপার্জিত শিরোনাম-৫



রীতিমত অবাক করা চলন- থমকে যায় পথিক
নাচন ওঠে ধরণীময় তবু- চলছেন তিনি সঠিক
তাব দুনিয়া চলে এক পথে- তিনি গড়েন উঠোন
লুকানো ছাপানো নেইতো কিছু- ভাবছেন যা ভাবুন
কর্ম ধর্ম সবই আছে তার- তবু যেন ব্যতিক্রম
দানবিকতায় লেশমাত্রহীন তবু সবাই- ভাবে অন্য রকম
রসনা বিলাশ রয়েছে তবু- নইলে হয়কি জীবন?

ঢাকা
২৯১৯৫১ মার্চ ২০১২ খৃষ্টাব্দ



স্বোপার্জিত শিরোনাম-৬



কেমন করে বুঝবো আমি- কেমন মানুষ তিনি
একাকার হয়ে চলেন যখন- ধর্ম কর্ম মানি
মন্ত্রমুগ্ধে বিমোহিত সবাই যখন- জানিনি কিছুই আমি
মনখোলা ভাব দেখিনি কখনো- কেন এমন হয়
তির্যক দৃষ্টি কুড়েকুড়ে খায়- তব প্রতিটি সময়
উল্লাস কেন নেই জীবনে- ভীতিটা কোথায় রয়
রসমালাই খেতে কেন ভয়- জীবনটা দীর্ঘ নয়
রহমত বর্ষণ হবেই, ভেবোনা- আছেন যখন তিনি
হয়তো তোমার বুঝবার সময়- হয়নি এখনো জানি
মান অভিমান ভালকথা নয়- এগিয়ে চল সদা
নতুন ভোরের দেখা মিলবেই- দেখবে আলোর প্রভা

ঢাকা
২৯১৯৫৭ মার্চ ২০১২ খৃষ্টাব্দ



স্বোপার্জিত শিরোনাম-৭



আমি আলপনায় আসি
ফিরে ফিরে আসি
আলপনা আমার ঘর

সুন্দর সব মানুষগুলো
লতানো দোলনা যেন
তাকিয়ে রই সদা
না বলিতে পারি না

রুদ্ধ দুয়ার যেন
বিজয়ের কেন্দ্র হয়

ঢাকা
৩১১৯৪১ মার্চ ২০১২ খৃষ্টাব্দ




স্বোপার্জিত শিরোনাম-৮



সাবলিল তার ভঙ্গিমা- সরল রেখা যেমন
বনলতা ছুঁয়ে যায়- সুন্দর দেহ মন
রিক্ত নয়তো সে- উদারতায় ভরা সারাক্ষণ
নানান রূপে জাগরিত- অন্তর জুড়ে দিনমান

আলপনায় দেখি তাকে- নতুন মানুষ যেন
হয়ত পেতামনা আমি- না গেলে তখন
মেলাবো কেমন করে- বিদ্রোহী তার মন
দক্ষতায় করে সব- তন্ত্র মন্ত্র তনুমন

ঢাকা
৩১১৯৪৫ মার্চ ২০১২ খৃষ্টাব্দ



স্বোপার্জিত শিরোনাম-৯



আমিত্বে ভরপুর এক আমি- বিচরিত হয় সদা
ফিরে ফিরে আসে সেতো- দেয়া যায় না বাঁধা
আমার আমিত্বে বিলীন হয়- সর্বকালের সর্ব বাঁধা

সুন্দরতর বিষয়গুলো মনের ভেতরে- নেই তার বহিঃপ্রকাশ
লক্ষণগুলো যেতে চায় বাইরে- যত বাঁধা চারিপাশ
তাকিয়ে থাকে যত বেদনা- নীরব দর্শক হয়ে
না বলা কথামালা বাসা বাঁধে- লাগে কেবলই একঘেয়ে

রুষ্ট হবেন দেবতা মম- ভাবনায় মরি সারাক্ষণ
বীরের ভাবনা বীরত্ব হারায়- হয় ম্রিয়মান অনুক্ষণ

ঢাকা
০৪১৭৪৩ এপ্রিল ২০১২ খৃষ্টাব্দ



স্বোপার্জিত শিরোনাম-১০



কুঞ্জছায়ায় মেলেনি আশ্রয়- ভেঙ্গেছে স্বপ্নের ঘোর
হেয়ালীভরে চলতে গিয়ে- হারায়েছে স্বপ্নীল ভোর
লীলাময়ের লীলা খেলা- ছেড়েছে তব বাহুডোর

জানতে পারেনি কভু- অপরাধ ছিল কোথা
মানতে হয়েছে সবই- ছিল যত হেথাহোথা
নবপর্যায়ে ভাবতে হবে- পেতে হবে বারতা

ঢাকা
০৪১২১৫ এপ্রিল ২০১২ খৃষ্টাব্দ




স্বোপার্জিত শিরোনাম-১১



মোহনীয় কথামালায় মুগ্ধ হয় শ্রোতা সকল
হাসি একটা রয়েছে গোঁফের নিচে সরল
মন মাতানো বাক্যে হয় সবই তরল
মমতায় ভরা আমন্ত্রণে নেই কোন গরল
দক্ষতায় সীমাহীন নিয়ন্ত্রণে আছে তার দখল
মোহনীয় হাসি রমনীয় কণ্ঠ বিমুগ্ধ সকলে
জাগ্রত সদা ষষ্ঠ ইন্দ্রিয় সকালে বিকালে
মন্দিরা তার রয়েছে হাতে বিফলে সফলে
মেধার মননে যুক্তি তর্কে অনবদ্য তাকালে
লহমায় কাড়ে মন সকল দর্শক মিলে
হয়ত নেতা নন, তবু নেতৃত্ব আছে
কথামালার গাঁথুনীতে মহ তিনি সকলের কাছে

ঢাকা
০৩১২৪৭ এপ্রিল ২০১২ খৃষ্টাব্দ



স্বোপার্জিত শিরোনাম-১২



মন মাতানো বাক্যমালায় ভরে শ্রোতার মন
জিয়ন কাঠির আধার হয়ে করেন আলাপন,
বুঝতে কেহ পারেনা গতি কোথায় তার
রপ্ত তিনি করেছেন নিরবধি পথ চলার

রহস্যময় মানুষ তিনি আজব তার মন
হয়ত তিনি ভালবাসেন বিধাতার সব সৃজন,
মানুষ কেন ছুটবে বল দিশেহারা হয়ে 
নয়ন খুলে দেখবে সবাই একত্রিত হয়ে

কমনীয় রূপের বাহার আজো আছে বহাল
মনটা কেন থাকবে বল একেবারে বেহাল
লতানো সেই মানুষটা ডাকছে সকাল বিকাল

ঢাকা
১৪১৬১১ এপ্রিল ২০১২ খৃষ্টাব্দ

কোন মন্তব্য নেই: