শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

শব মেহের


শব মেহের


শবমেহের এখন শব
লাশ কাটা ঘরে, নিশ্চিন্তে ঘুমুচ্ছে
সে হতে পারত
আমার বোন অথবা মা-মনি
যেতে পারত
কিন্ডার গার্টেন, কলেজ বা
ভার্সিটিতে
লাল টুকটুকে শাড়ী
রঙ্গীন ব্লাউজ, লাল ফিতে
শোভা পেত সাদা গন্ধরাজ
সমাজ তা হতে দিলো না,
তাকে পারিয়ে দিল ঘুম

আর কত শবমেহেরের
শব, দেখতে হবে
প্রিয় সোনর বাংলায়?

খুলনা
১১ এপ্রিল ১৯৮৫ খৃষ্টাব্দ

কোন মন্তব্য নেই: