শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

সুরের বদল-২


সুরের বদল-২


চৈতি হাওয়ায় রুক্ষতা,
কালবোশেখী যখন হানা দেয়
নীরব আম গাছটা মমি হবার বেদনা ভুলে
বাঁধ ভাঙ্গা জোয়ারের মত প্রতিবাদী হয়

সঞ্চিত জলকণা
পুঞ্জিভুত হয় শুকিয়ে যাওয়া ডালে
পাতায় পাতায় ভরে যায় দেহখানি
সচল হয় তন্ত্রীগুলো

মমি সামনে আগায়, কিছু বলবে-
চৈতি হাওয়া আবারো সুর বদলায়
নীরব নীথর, সেই আম গাছ-
আবার হারিয়ে যায়, ইতিহাসের পাতায়

নাখালপাড়া, ঢাকা
২০০৪৫২ মার্চ ১৯৯১ খৃষ্টাব্দ

কোন মন্তব্য নেই: