শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

শঙ্কিত মন


শঙ্কিত মন


স্নিগ্ধ বায়ু নিঃশ্বাস দ্রুত হয়
প্রশান্তিতে ভরে মন
যখন তুমি সামনে দাড়াও

সবুজের সমারোহ
প্রকৃতি প্রশান্ত, দিনমান
তোমার অবয়ব দেখি- স্থির হও

নীল থেকে মেরুন
মিলে যায় সবুজে
আসমুদ্র হীমাচল, আমার দ্বারে

শান্ত প্রকৃতি
প্রশান্ত ধরণী, একাকী
আমি অপেক্ষায় তোমারই তরে

অশান্ত প্রকৃতি
বিদ্ধস্ত ধরাধাম, বিচলিত
হই আমি, কোন এক আশঙ্কায়

ঢাকা
২৮১৮৪৩ এপ্রিল ২০১২ খৃষ্টাব্দ

কোন মন্তব্য নেই: