শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

কথকতা


কথকতা


একটি আদেশ, একটি ডিক্রি
হয় আইন-
এরই নাম চিরস্থায়ী বন্দবস্ত
কেড়ে নেয় মুখের ভাত
ছাড়তে বাধ্য করে
বাপ-দাদার চিরন্তন ভিটেমাটি
একটি চুক্তি, আবার ডিক্রি
একটি গণভোট, তৈরী হয়
দ্বিজাতি তত্ত্বের পবিত্র ভূমি
শাসন, শোষণ, ত্রাস-
কাটে চব্বিশ বছর
ঝঞ্চা-বিক্ষুব্ধ রবে
নির্বাচন- একটি কন্ঠ
সংক্ষিপ্ত যুদ্ধ, সোনার বাংলা-
যেন মুক্ত বিহঙ্গ
একটি ভুল, চক্রান্ত-
একটি ফাঁদ, উল্কা পতন-
ঘণায়িত মেঘ
একজোড়া  চোখ
কর্মসূচী, একটি আশা
ইসলাম আসবে-
জাতীয়তাবাদী হয়ে
বুলেট- একটি শিক্ষা
চক্রান্ত আসে ইসলাম
নব আঙ্গিকে
চক্রান্ত, প্লাবন, ওয়াদা
মানুষ ধুমায়িত
অসন্তোষের আগুনে
আবার আসবে
মুক্তি- কোন সে পথে-
যা কামনায় ভরপুর?

মুজগুন্নী, খুলনা
৩০ মে ১৯৮৫ খৃষ্টাব্দ

কোন মন্তব্য নেই: