শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

একাকিনী


একাকিনী


হীম শীতলরাত্রিতে
একাকিনী বালিকা কাঁদে
ক্ষুধার লাগি- আশ্রয়হীনা

মধুগুঞ্জরণে ভরপুর চারিধার
অলি আসে- অলি যায়
সুহাসিনীর নেই কোন দুঃখ

চুলে ধরেছে পাক
ঝাপসা সবই আজ সম্মুখে
তবু যেন দেখি ঠিক
এবং দেখলাম-
এক বৃদ্ধ, একাকিনী শীতের রাতে
ভ্রমর নেই, নেই কোন সুবাস
এবড়ো-থেবড়ো অবয়ব
বিভস- আতংকিত

দীর্ঘশ্বাস পারিনি রাখতে ধরি
মুদিলাম নয়ন-
আসমুদ্র ভাসিয়ে নিল মোরে
শতবর্ষ আগের এক নিশিথে- একাকী

পাবলিক লাইব্রেরী, ঢাকা
১০১৫০৫ ডিসেম্বর ১৯৮৬ খৃষ্টাব্দ

কোন মন্তব্য নেই: